Advertisement
Advertisement
Virat Kohli

টেস্টে একবার মাত্র স্টাম্পড, অ্যাশেজের মধ্যেই কোহলির প্রশংসায় পিটারসেন

কী বললেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা?

Former England cricketer Kevin Pietersen lauded Virat Kohli । Sangbad Pratidin

ছবি: দেবাশিস সেন

Published by: Krishanu Mazumder
  • Posted:June 20, 2023 9:11 am
  • Updated:June 20, 2023 9:11 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলা হচ্ছে অ্যাশেজ (The Ashes)। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড। সেখানেও বিরাট কোহলির (Virat Kohli) স্তুতি। অ্যাশেজের চতুর্থ দিনে কেভিন পিটারসেন (Kevin Pietersen) ধারাভাষ্য দেওয়ার সময়ে কোহলির প্রশংসা করলেন। বললেন, স্পিনের বিরুদ্ধে অসাধারণ ব্যাটসম্যান কোহলি।

১০৯ টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন কোহলি। পিটারসেন জানতে পেরেছেন, এই ১০৯ টি টেস্টে কোহলি মাত্র একবার স্টাম্পড হয়েছেন। আর্ সেই কারণেই পিটারসেন উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কোহলির।

Advertisement

[আরও পড়ুন: ঠিক যেন বুমেরাং! কামিন্সের ঘাতক ইয়র্কারে উড়ল পোপের উইকেট, দেখুন ভিডিও]

 

চলতি বছরের গোড়ার দিকে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজ চলাকালীন টড মারফির বলে স্টাম্পড হয়েছিলেন কোহলি। অ্যালেক্স ক্যারি স্টাম্প আউট করেছিলেন কোহলিকে।

বিরাটের ব্যাটিংয়ের প্রশংসা করে পিটারসেন বলেন, ”বিরাট কোহলি দুর্দান্ত স্পিন খেলতে পারে। ভারতীয়রা ব্যাকফুটে গিয়ে স্পিন খেলে। ওদের কব্জি খুব নমনীয়। খুব কমই দেখা যায় বিরাট এগিয়ে এসে মারছে। বিরাটকে সুইপ বা রিভার্স সুইপ মারতে খুব কম দেখা যায়। বলা ভাল কোহলি এই ধরনের শট মারেই না।”

অ্যাশেজের চতুর্থ দিনে জো রুট স্টাম্প আউট হওয়ার পরে পিটারসেন কোহলির প্রসঙ্গ উত্থাপ্পন করেন। নাথান লিয়নের বলে অ্যালেক্স ক্যারি স্টাম্প আউট করেন জো রুটকে।

[আরও পড়ুন: ফেন্সিংয়ে নজির ভবানী দেবীর, প্রথম ভারতীয় হিসেবে পদক জিতলেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement