Advertisement
Advertisement

Breaking News

গৌতম

জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার গম্ভীর

লোকসভা নির্বাচনে নয়াদিল্লির কোনও আসনে লড়তে পারেন গম্ভীর৷

Former Cricketer Gautam Gambhir joins Bharatiya Janata Party
Published by: Sulaya Singha
  • Posted:March 22, 2019 12:29 pm
  • Updated:March 22, 2019 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিতে যোগদান করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর৷ দলীয় উত্তরীয় পরিয়ে তাঁকে দলে স্বাগত জানালেন শীর্ষ বিজেপি নেতা তথা অর্থমন্ত্রী অরুণ জেটলি ও আরও এক কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ৷ সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লি থেকে লড়তে পারেন গম্ভীর৷

[‘পাকিস্তানে হামলা অনুচিত’, সেনাকে কাঠগড়ায় তুলে বিতর্কে কংগ্রেস নেতা]

Advertisement

বিজেপিতে যোগ দিয়েই গম্ভীর বলেন, “প্রধানমন্ত্রীই আমায় রাজনীতিতে যোগ দেওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন৷ দেশের জন্য কিছু করতে পারলে দারুণ লাগবে৷ এতদিন ক্রিকেটের বাইশ গজে যেভাবে দায়িত্ব পালন করেছি, তেমনই এবার রাজনীতিতে করব৷”  ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি৷ দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে দেশের জার্সি গায়ে বড় ভূমিকা পালন করেছেন৷ তবে মাঠের বাইরে দেশের যে কোনও ইস্যুতেও নিজের বক্তব্য রাখতে শোনা গিয়েছে তাঁকে৷ পুলওয়ামার ঘটনা থেকে ভারত-পাক বিরোধিতা নিয়ে সবসময় সরব হয়েছেন তিনি৷ এবার সক্রিয় রাজনীতিতে দেশের ভাল করার প্রতিজ্ঞাবদ্ধ হলেন গম্ভীর৷ লোকসভা নির্বাচনের আগে গম্ভীরকে দলে যোগ করিয়ে মোক্ষম চাল দিল বিজেপি, মত রাজনৈতিক মহলের একাংশের৷ 

[বারাণসী থেকে ভোটে লড়ছেন মোদি, গান্ধীনগর থেকে ময়দানে অমিত শাহ]

গম্ভীরকে দলে স্বাগত জানানোর পাশাপাশি, এদিন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার বিতর্কিত মন্তব্যেরও সমালোচনা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ পুলওয়ামায় জঙ্গিরা নাশকতা চালানোর পরেও পাক ভূমিতে হামলা করা ভারতের উচিত হয়নি বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী ঘনিষ্ঠ এই কংগ্রেস নেতা৷ যার উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘‘উনি মনে করেন আমরা যেটা করেছি সেটা ভুল৷ বিশ্বের কোনও দেশ এমন কথা বলেনি৷ এমনকী, ওআইসি-ও (অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন) একথা বলেনি৷ কেবলমাত্র পাকিস্তানই এই ধরনের মন্তব্য করেছে৷ এই ধরনের মানুষ কোনও রাজনৈতিক দলের আদর্শবাদী নেতা, এটা ভাবতেই খারাপ লাগছে৷’’ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে অর্থমন্ত্রী আরও জানান, ‘‘যখন গুরুই এমন, তাহলে শিষ্য কতটা অকর্মণ্য হতে পারে, তাই দেশকে এখন ভুগতে হচ্ছে৷’’

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement