সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেস্টার সিটির তারকা ফুটবলারের পারিবারিক বিবাদ এবার আরও প্রকট হল৷ ড্যানি সিম্পসনের প্রাক্তন স্টেফানি ওয়ার্ড অভিযোগ করেছেন, তিনি নাকি তাঁদের পাঁচ বছরের সন্তানকে একেবারেই দেখার ইচ্ছাপ্রকাশ করেন না৷ লেস্টার সুপারস্টার আবার উল্টো কথা শোনালেন৷ তাঁর দাবি, মেয়ে স্কায়ির সঙ্গে দেখা করতে দেন না স্টেফানিই৷ এমনকী মেয়ের জন্য আরও বেশি খোরপোশ চেয়েছেন তাঁর প্রাক্তন৷ অর্থাৎ এক কথায় বিচ্ছেদ হয়ে এই জুটি একে অপরকে মোটেই পছন্দ করেন না৷ কিন্তু এসব কলহের মধ্যে স্টেফানির তরফে যা খবর পাওয়া গেল, তা সত্যিই চমকে দেওয়ার মতো!
সিম্পসনের এক বন্ধু জানিয়েছেন, ২৯ বছরের স্টেফানি ফের ড্যানির সন্তানের মা হতে চান৷ ফুটবলারের বন্ধু জানান, প্রতি মাসে ড্যানির থেকে সন্তানের খোরপোশ নেন স্টেফানি৷ কিন্তু তিনি জানিয়েছেন, ড্যানি যদি ফের তাঁকে সন্তানের মা করেন, তবে আর কখনও তিনি খোরপোশ চাইবেন না৷ ড্যানির সন্তানের মা হওয়ার জন্য স্টেফানি এতটাই উত্তেজিত হয়ে উঠেছেন যে কৃত্রিমভাবে প্রজননেও তিনি রাজি বলে জানিয়েছেন ওই বন্ধু৷ অর্থাৎ ড্যানি তাঁর সঙ্গে যৌনমিলনে আগ্রহী না হলে কৃত্রিম পদ্ধতিতেই মা হবেন স্টেফানি৷
কিন্তু দু’বছর আগে যে সম্পর্কের বিচ্ছেদ হয়ে গিয়েছে, সেখান থেকে হঠাৎ এমন চাহিদা কেন স্টেফানির? শোনা যাচ্ছে, ফের মা হওয়ার জন্য ছটপট করছেন তিনি৷ আর তাই তিনি চান, তাঁর দুই সন্তানের বাবা যেন এক ব্যক্তিই হন৷ ফের বাবা হওয়ার জন্য কি তবে তৈরি ড্যানি? তার উত্তর ড্যানিই জানেন৷
আরও পড়ুন:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.