Advertisement
Advertisement

Breaking News

প্রাক্তন স্বামীর থেকে সন্তান পেতে সবকিছু করতে রাজি ইনি

ফের বাবা হওয়ার জন্য কি তবে তৈরি ড্যানি?

Footballer’s ex asks him do give her another BABY
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 8, 2017 8:11 pm
  • Updated:January 8, 2017 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেস্টার সিটির তারকা ফুটবলারের পারিবারিক বিবাদ এবার আরও প্রকট হল৷ ড্যানি সিম্পসনের প্রাক্তন স্টেফানি ওয়ার্ড অভিযোগ করেছেন, তিনি নাকি তাঁদের পাঁচ বছরের সন্তানকে একেবারেই দেখার ইচ্ছাপ্রকাশ করেন না৷ লেস্টার সুপারস্টার আবার উল্টো কথা শোনালেন৷ তাঁর দাবি, মেয়ে স্কায়ির সঙ্গে দেখা করতে দেন না স্টেফানিই৷ এমনকী মেয়ের জন্য আরও বেশি খোরপোশ চেয়েছেন তাঁর প্রাক্তন৷ অর্থাৎ এক কথায় বিচ্ছেদ হয়ে এই জুটি একে অপরকে মোটেই পছন্দ করেন না৷ কিন্তু এসব কলহের মধ্যে স্টেফানির তরফে যা খবর পাওয়া গেল, তা সত্যিই চমকে দেওয়ার মতো!

nintchdbpict0002924116951

Advertisement

সিম্পসনের এক বন্ধু জানিয়েছেন, ২৯ বছরের স্টেফানি ফের ড্যানির সন্তানের মা হতে চান৷ ফুটবলারের বন্ধু জানান, প্রতি মাসে ড্যানির থেকে সন্তানের খোরপোশ নেন স্টেফানি৷ কিন্তু তিনি জানিয়েছেন, ড্যানি যদি ফের তাঁকে সন্তানের মা করেন, তবে আর কখনও তিনি খোরপোশ চাইবেন না৷ ড্যানির সন্তানের মা হওয়ার জন্য স্টেফানি এতটাই উত্তেজিত হয়ে উঠেছেন যে কৃত্রিমভাবে প্রজননেও তিনি রাজি বলে জানিয়েছেন ওই বন্ধু৷ অর্থাৎ ড্যানি তাঁর সঙ্গে যৌনমিলনে আগ্রহী না হলে কৃত্রিম পদ্ধতিতেই মা হবেন স্টেফানি৷

কিন্তু দু’বছর আগে যে সম্পর্কের বিচ্ছেদ হয়ে গিয়েছে, সেখান থেকে হঠাৎ এমন চাহিদা কেন স্টেফানির? শোনা যাচ্ছে, ফের মা হওয়ার জন্য ছটপট করছেন তিনি৷ আর তাই তিনি চান, তাঁর দুই সন্তানের বাবা যেন এক ব্যক্তিই হন৷ ফের বাবা হওয়ার জন্য কি তবে তৈরি ড্যানি? তার উত্তর ড্যানিই জানেন৷

আরও পড়ুন:

এবার ঠাট্টা করতে গিয়ে নিজেই ভুল করে বসলেন শেহবাগ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement