সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের পদে তাঁর নাম নিয়ে জল্পনা। শোনা যাচ্ছে, এরিক টেন হ্যাগকে সরানো হলে রেড ডেভিলদের কোচের পদে প্রথম পছন্দ হিসাবে উঠে আসতে পারেন জিনেদিন জিদানই। সেই জল্পনার মধ্যেই একটি ক্লাবের ট্রেনিং সেশনে গিয়ে হাজির হলেন জিদান। তবে কি ম্যানেজার পদে প্রত্যাবর্তনের আগে মহড়া শুরু করলেন ফরাসি কিংবদন্তি? তুঙ্গে জল্পনা।
🟢🔝 Hoy Zinedine Zidane se ha pasado por el entrenamiento del #RealBetis.
¿La razón? Su hijo Elyaz (2005) ha entrenado por primera vez a las órdenes de Manuel Pellegrini. @relevo pic.twitter.com/86f5uJ7Cvp
— José Manuel Rodríguez (@jmrodriguezper) September 4, 2024
সম্প্রতি জিদানকে দেখা গিয়েছে স্পেনের ক্লাব রিয়াল বেটিসের অনুশীলনে। আসলে বেটিসেই খেলেন জিদানের ছেলে এলিয়াজ। বুধবারই রিয়াল বেটিসের অনুশীলনে যোগ দিয়েছেন এলিয়াজ। ছেলের অনুশীলন দেখতেই সম্ভবত বেটিসের মাঠে গিয়েছিলেন জিদান। সেখান থেকেই তাঁর ম্যানেজমেন্টে ফেরার জল্পনা ছড়িয়ে পড়ে। তবে সেই জল্পনা পুরোটাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কেন্দ্রিক।
আসলে এই মুহূর্তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের গদি টলমল। ২০২২ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কোচ হয়ে আসেন টেন হ্যাগ। সেসময় প্রিমিয়ার লিগে দাপট ছিল একই শহরের পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির। অন্যদিকে আরেক প্রতিদ্বন্দ্বী লিভারপুলও ক্লপের হাত ধরে সাফল্যের শিখরে উঠেছিল। সেই সময়ে এসে টেন হ্যাগ জানিয়েছিলেন, এবার প্রতিপক্ষের যুগ শেষ হবে। কিন্তু উলটোটাই হয়। ধারাবাহিক ব্যর্থতার জেরে টেন হ্যাগের ভবিষ্যৎ নিয়েই বিস্তর প্রশ্ন উঠছে। চলতি মরশুমের শুরুটাও জঘন্য হয়েছে ইউনাইটেডের। লিগের শেষ ম্যাচে লিভারপুলের কাছে ৩-০ গোলে হেরেছে রেড ডেভিলরা। তাতে চাপ আরও বেড়েছে টেন হ্যাগের উপর।
জিদানের নাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের পদে আগেও শোনা গিয়েছে। গত মরশুমের শেষেও টেন হ্যাগের চাকরি যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেবারও শোনা যায় জিদানের নাম। উল্লেখ্য, ২০২১ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে কাজ করেছেন জিদান। রিয়ালকে ৩ বার চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.