সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান মানে শুধুই একটা ক্লাব নয়। এর সঙ্গে জড়িয়ে কোটি-কোটি মানুষের আবেগ-ভালবাসা। মোহনবাগান মানে গর্ব। ইতিহাসের অন্যতম অধ্যায়। না, কোনও বিরাট সবুজ-মেরুন ভক্তের কথা নয়। অনেকটা এমনটাই বলল খোদ ফিফা (FIFA)। মোহনবাগান দিবসে টুইট করে ক্লাবকে অভিনব শুভেচ্ছা জানাল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
মঙ্গলবার ঘড়ির কাঁটায় ঠিক রাত বারোটা। ভারতীয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে ঠিক তখনই নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়্যারের ন্যাশডাক (Nasdaq) বিলবোর্ডে ভেসে ওঠে মোহনবাগানের ছবি। পালতোলা নৌকা আর সবুজ-মেরুন রঙে তখন রঙিন বিলবোর্ডের ডিজিটাল স্ক্রিন। কখনও অমর একাদশের ছবির সঙ্গে বাংলায় ভেসে উঠছে ঐতিহাসিক ক্লাবের নাম, তো কখনও পাঁচবারের আই লিগজয়ী (তিনবার জাতীয় লিগ ও দু’বার আই লিগ) দলের মাথায় পরানো সেরার মুকুট। দিনভর এভাবেই বিলবোর্ডে শোভা পাচ্ছে শতাব্দী প্রাচীন ক্লাবের নাম। আর সেই ছবিটি পোস্ট করেই মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানাল ফিফা। লেখে, “যখন টাইম স্কোয়্যারের বিলবোর্ডে কোনও ক্লাবের নাম জ্বলজ্বল করে ওঠে, তখন বুঝতে হয়, এটা শুধুই একটা ক্লাব নয়। সমর্থকে ভরা পৃথিবীর অন্যতম সেরা ক্লাবকে মোহনবাগান দিবসের শুভেচ্ছা।”
🤩 When you make a billboard of skyscraping prestige & dazzling beauty at @TimesSquareNYC, you know you have become way more than just a club 👏
🇮🇳 Happy #MohunBaganDay2020 to one of the most passionately-supported clubs on the planet 🌏 pic.twitter.com/jXSwJFMCzo
— FIFA.com (@FIFAcom) July 29, 2020
২৯ জুলাই মানেই মোহনবাগান ভক্তদের গর্বের সেই দিন। ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার ক্লাবকে হারিয়ে আইএফএ শিল্ড ঘরে তোলা। এ শুধু কোনও ট্রফি জয়ের আনন্দ নয়, এ যেন পরাধীন ভারতবর্ষের শাসক ব্রিটিশদের হারানো। স্বাধীনতা সংগ্রামের চেয়ে কোনও অংশে কম নয় সেই আবেগ। ১৯১১ সালের ২৯ জুলাই সেই ইতিহাস রচনার দিনটি বাঙালি তথা মোহনবাগানিদের কাছে অত্যন্ত আবেগের দিন। অমর সেই শিল্ডজয়ী একাদশকে শ্রদ্ধা জানানোর দিন। তবে এবার করোনার জেরে ডিজিটাল প্ল্যাটফর্মেই দিনভর উদযাপিত মোহনবাগান দিবস। কিন্তু সেই অনুষ্ঠান শুরুর আগে মার্কিন মুলুকে শতাব্দী প্রাচীন ক্লাবের গৌরবগাথাকে সম্মান জানানোর এই ছবি নিঃসন্দেহে গোটা বিশ্বের মোহনবাগানির কাছে চিরস্মরণী হয়ে থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.