Advertisement
Advertisement
Lionel Messi

‘গোল করা যাবে না,’ মেসিকে বিদঘুটে প্রস্তাব বিশ্বের ‘নিকৃষ্টতম’ ক্লাবের

সম্প্রতি বার্সেলোনার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে লিওনেল মেসির।

'Worst football club in the world' offers LIONEL MESSI a contract as he becomes a free agent | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Abhisek Rakshit
  • Posted:July 3, 2021 2:00 pm
  • Updated:July 3, 2021 2:00 pm

স্টাফ রিপোর্টার: গোল করার জন্য চুক্তি হয়। কিন্তু গোল করা যাবে না, এই শর্তে চুক্তি? শুনতে অবিশ্বাস্য শোনাবে! কিন্তু লিওনেল মেসিকে (Lionel Messi) এরকমই প্রস্তাব দিল ব্রাজিলের (Brazil) ইবিজ স্পোর্টস ক্লাব। মেসি বার্সার সঙ্গে এখনও চুক্তি চূড়ান্ত হয়নি। ফলে আর্জেন্টিনার (Argentina) তারকা আপাতত ফ্রি এজেন্ট। বেশ কয়েকটা ক্লাব তাঁকে প্রস্তাব দিয়েছে। যার মধ্যে এই ইজিব ক্লাবের সরকারি প্রস্তাব পৌঁছে গিয়েছে মেসির কাছে।

ইবিজ ক্লাব বিশ্বের একমাত্র ক্লাব যারা নিজেরাই নিজেদের বিশ্বের সবচেয়ে খারাপ ফুটবল টিম হিসাবে পরিচয় দেয়। আরও আছে। সাতের দশকের শেষ আর আটে দশকের শুরুতে, একটা সময় তিন বছর এগারো মাসে কোনও ম্যাচে না জিতে গিনেস বুকে নাম তুলেছিল এই ক্লাবটি। তাঁরাই সম্প্রতি এবার মেসিকে অদ্ভুত এই চুক্তি পাঠিয়েছে। নিজেদের টুইটার হ্যান্ডেলে সেই ছবিও পোস্ট করা হয় ইবিজ ক্লাবের পক্ষ থেকে। যা দেখার পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচইও পড়ে গিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে মজাও করেছেন।

Advertisement

[আরও পড়ুন: Euro 2020: কাজে এল না সমারের মরিয়া লড়াই, টাইব্রেকারে ম্যাচ জিতে শেষ চারে স্পেন]

জানেন মেসিকে কী কী শর্ত দেওয়া হয়েছে?

১) ১৫ বছরের চুক্তি। যার শুরুটা হচ্ছে ১ জুলাই ২০২১ থেকে।
২) মাইনে পারফরম্যান্সের বিচারে।
৩) কোনওভাবে বেশি গোল করা যাবে না (বেশি গোল করলে চুক্তি বাতিল হতে পারে)।
৪) চ্যাম্পিয়ন হওয়া যাবে না ( চ্যাম্পিয়ন হলে চুক্তি বাতিল হতে পারে)।
৫) দশনম্বর জার্সি পাবেন না (ওটা ক্লাবের লেজেন্ড মাউরো শ্যাম্পোর জন্য, যিনি গোটা কেরিয়ার একটা মাত্র গোল করেছেন)।
৬) আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার শপথ নিতে হবে মারাদোনার থেকে পেলে অনেক ভাল।

এই চুক্তি পড়ে থাকলে, মেসি নির্ঘাত একদিন ঘুমোতে পারেননি!

[আরও পড়ুন: Copa America 2021: বাজিমাত ১০জনের ব্রাজিলের, চিলিকে হারিয়ে সেমিতে নেইমাররা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement