সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েকদিন পরেই ভারতে বসতে চলেছে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আসর। গত রবিবার মুক্তি পয়েছে তার অফিসিয়াল গানের ভিডিও। তাতে রয়েছেন বাইচুং ভুটিয়া, বেমবেম দেবী এবং শচীন তেণ্ডুলকর। কিন্তু ভিডিওটি প্রকাশিত হতেই শুরু হয়েছে বিতর্ক। কেনও ওই ভিডিওটিতে প্রাক্তন ক্রিকেটার রয়েছেন? সেই প্রশ্ন তোলেন অনেকেই।
বিশ্বকাপের অফিসিয়াল গান ‘কার কে দিখলা দে গোল’ গেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় এবং শান। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সুর করেছেন প্রীতম। ভিডিওতে রয়েছেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়াও। দেখাবেন তাঁর ফুটবল স্কিল। গোটা দেশের সংস্কৃতি এবং ফুটবলকে এক সূত্রে বাঁধা হয়েছে ভিডিওটিতে। একদম শেষে দেখা যাবে শচীনকে। আর এতেই ক্ষুব্ধ নেট দুনিয়ার একাংশ।
#nosachin লিখে অনেকেই টুইট করেন। একজন প্রশ্ন করেন, ‘খুব সুন্দর ভিডিও। কিন্তু শচীন এখানে কেন?’ কেউ প্রশ্ন তোলেন, ‘বুঝতে পারছি না শচীন তেণ্ডুলকর এখানে কী করছেন?’ অপর ব্যক্তি লেখেন, ‘ভিডিওটিতে শুধু ফুটবলররা থাকলে কী খারাপ হত?’
#NoSachin and i would have been a fan of this anthem! Football is a very big sport to be promoted by such small sportsman.Where is Chhetri?
— DipankarJugran (@dipankargunner) 4 September 2017
Just couldn’t understand that thumbnail image! Why is @sachin_rt on that video? #missrepresentation
— Sainath KM (@sainathkm) 3 September 2017
Nice but what’s sachin doing in this?
— Simran (@AOdysseyJournal) 3 September 2017
Why the fuck is Sachin there in the video?
Why not Someone like a Baichung Or a Sunil?
— Pramodh (@Prammie35) 3 September 2017
Why this sachin got involved
— joydeep chatterjee (@itsbabaikul) 3 September 2017
why do we have Sachin there and why does it feel like “Dhan dhana dhan goal” at least to me?
— Deepesh Salhotra (@deepeshsalhotra) 3 September 2017
Can’t understand what Sachin is doing here. https://t.co/ojI0Oul52O
— Siddharth Yadav (@SidRossoneri) 3 September 2017
Can’t understand what Sachin is doing here. https://t.co/ojI0Oul52O
— Siddharth Yadav (@SidRossoneri) 3 September 2017
Cheer on India. #U17WC
Can we have our footballers do this though ? @IndianFootball https://t.co/bA6vuxLC3q— Anand Datla (@SportaSmile) 3 September 2017
Why Sachin though? Should’ve been somebody like Bhutia or I M Vijayan in the end! Or even Chhetri! https://t.co/Ouh3S32Gy0
— Binu Tessy James (@BinuTessyJames) 3 September 2017
why was @chetrisunil11 not part of it ?? Bhutia and sachin parts stick out like a sore thumb
— sajoo (@DkSajoo) 3 September 2017
যদিও অনেকেই আবার ভিডিওটিতে শচীনের থাকা নিয়ে সমর্থন জানান।একজন লেখেন, ‘আমি বুঝতে পারছি। শুধু ফুটবল নয়, অন্যান্য খেলার দর্শকদের মধ্যে যাতে যুব বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে দেওয়া যায়। তাই এই ভাবনা।’
They needed an easily recognizable sportsman & sadly none of our footballers fit that bill right now.
— Somnath Sengupta (@baggiholic) 3 September 2017
I can see the logic behind Sachin. They’re trying to go beyond the footballing audience here. It’s the mass that needs reaching out to.
— Chelston D’souza (@chelston_dsouza) 3 September 2017
Every Indian football fan will watch the world cup. How many apart from this small group even knows there’s a world cup here? Enter, Sachin.
— Chelston D’souza (@chelston_dsouza) 3 September 2017
He is the brand ambassador of Sony Six
— football news india (@fni) 3 September 2017
Sachin is an icon of our country & his support is always with football.So what’s d problem if he is in d vdo. Cricket meets football-spirit
— Jyotirmoy Goswami (@jgiam45) 4 September 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.