Advertisement
Advertisement
Sunil Chhetri

সুনীলের অভাব মিটবে? বিদায় বেদনার মধ্যেই প্রশ্ন কিংবদন্তির উত্তরসূরি নিয়ে

নতুন স্ট্রাইকার উঠে আসা নিয়ে নিজেও উদ্বিগ্ন সুনীল।

Who will succeed Sunil Chhetri's legacy in Indian National Team

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:May 16, 2024 4:18 pm
  • Updated:May 16, 2024 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এখনও যেন পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না দেশের ফুটবল ভক্তরা। ৬ জুনের পর আর মাঠে নামবেন না পিঠে ১১ নম্বর জার্সির সুনীল। যিনি গত কয়েক বছর ধরে বহন করছেন ভারতীয় ফুটবলকে (Indian Football)। কিন্তু বিদায়ের বেদনার মধ্যেও ঘনাচ্ছে দুশ্চিন্তার মেঘ। কে পূরণ করবে তাঁর শূন্যস্থান?

১৫০ ম্যাচে ৯৪ গোলের অবিশ্বাস্য রেকর্ড রয়েছে সুনীলের। দেশের জার্সিতে গোলসংখ্যার দিক থেকে রোনাল্ডো, মেসির সঙ্গে একই নিঃশ্বাসে উচ্চারিত হয় সুনীলের নাম। কিন্তু তার পর? নিজের বিদায়বার্তায় কিছুটা উদ্বিগ্ন কিংবদন্তি। তিনি নিজেই বলেছেন, “এটাই সময় একজন নতুন ‘৯ নম্বর’ উঠে আসার। এমনিতেও আমরা খানিকটা পিছিয়ে আছি, কারণ ক্লাব পর্যায়ে অনেকেই প্রধান স্ট্রাইকার হিসেবে খেলার সুযোগ পান না। তবে আমি নিশ্চিত অনেক নতুন মুখ উঠে আসবে। তবে একটু সময় অবশ্যই লাগবে।”

Advertisement

[আরও পড়ুন: আরসিবির প্লে অফ স্বপ্নে ভিলেন বৃষ্টি! চিন্তা বাড়াচ্ছে হাওয়া অফিস]

সুনীলের কথায় চিন্তিত হতে পারেন ফুটবল ভক্তরাও। আইসিএলে বিদেশি স্ট্রাইকারদের দাপটে অনেক ক্ষেত্রেই উইঙ্গার হিসেবে খেলতে হয় দেশীয়দের। কিংবা বসে থাকতে হয় বেঞ্চে। ফলে সুনীলের পরে ভারতের নতুন ‘৯ নম্বর’ কে হবেন, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দেখা গিয়েছে, জাতীয় দলের জার্সিতে সুনীল না থাকলে গোলের সামনে রক্তশূন্যতায় ভোগেন ফুটবলাররা। দলের অধিনায়ক হয়তো এখন সেরা ফর্মে নেই। কিন্তু ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁকে তুলে নেওয়ার পরেই হেরেছিল স্টিমাচের ছেলেরা।

৬ জুন কুয়েত ম্যাচের পর বুটজোড়া তুলে রাখবেন সুনীল। কিন্তু তাঁর জুতোয় পা গলাবেন কে? অতীতে জেজেরা ছিলেন সেই তালিকায়। এখন উঠে আসছে মনবীর সিং, ছাংতে, ঈশান পণ্ডিতা, বিক্রম প্রতাপদের নাম। আইএসএলে অনেকেই ভালো খেলেছেন। কিন্তু জাতীয় দলের জার্সিতে সুনীলের কাছাকাছি পৌঁছনোর জন্য কি তৈরি তাঁরা? নাকি উঠে আসবে কোনও নতুন তারকা? সেই উত্তর পাওয়া যাবে ৬ জুনের পর থেকেই।

[আরও পড়ুন: মেসি-রোনাল্ডোর সঙ্গে একই মঞ্চে সুনীল, ফুটবলের ‘লেজেন্ড’কে বিশেষ সম্মান ফিফার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement