Advertisement
Advertisement

Breaking News

Glenn Maxwell

জোড়া বিশ্বকাপ জয়ী ম্যাক্সওয়েলকে চিনতেই পারলেন না চিনা ড্রাইভার! এর পর…

দেখুন সেই মজার ভাইরাল ভিডিও।

When a taxi driver failed to recognise Australian players, video gone viral। Sangbad Pratidin

বিশ্বকাপ জয়ের পর এভাবেই সেলিব্রেট করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 16, 2024 2:52 pm
  • Updated:January 19, 2024 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) তাঁর মারকুটে ব্যাটিংয়ের জন্য সবাই চেনে। তবে অস্ট্রেলিয়ার (Australia) তারকাকে চিনতেই পারেননি এক চিনা ড্রাইভার! ২০১৬ সালের কথা। আট বছর আগে একটা মজার ঘটনা। সোশাল মিডিয়ার যুগে সেই ভিডিও আরও একবার ভাইরাল হয়েছে।

ব্যাপারটা কী ঘটেছিল?

Advertisement

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাওয়ার আগে আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিল অজি দল। সেখানেই ম্যাড ম্যাক্স ও অ্যাডাম জাম্পার (Adam Zampa) সঙ্গে একটি মজার ঘটনা ঘটেছিল। এক চিনা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে ম্যাক্সওয়েলের মজার আলোচনা সংবাদ প্রতিদিন.ইন-এর পাঠকদের জন্য তুলে ধরা হল…

[আরও পড়ুন: ‘বাজবল’ ব্র্যান্ডকে সমর্থন করে বিরাট-রোহিতদের বিরুদ্ধে ‘মাইন্ডগেম’ শুরু নাসের হুসেনের]

 

ম্যাক্সওয়েল: এই যে বস।

ট্যাক্সি ড্রাইভার: হ্যাঁ বলুন।

ম্যাক্সওয়েল: আপনি ক্রিকেট সম্পর্কে কিছু জানেন?

ট্যাক্সি ড্রাইভার: হ্যাঁ জানি। আমি ক্রিকেট দেখি। ক্রিকেট আমার প্রিয় খেলা।

ট্যাক্সি ড্রাইভার: আপনারা কোথা থেকে এসেছেন?

ম্যাক্সওয়েল: আমরা অস্ট্রেলিয়ার মেলোবোর্ন থেকে এসেছি।

ট্যাক্সি ড্রাইভার: অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। দারুণ ক্রিকেট খেলে। রিকি পন্টিং অধিনায়ক থাকার সময় অস্ট্রেলিয়া খুব ভালো দল ছিল।

ম্যাক্সওয়েল: আমরা এখনও ভালো দল।

ম্যাক্সওয়েল: ডেভিড ওয়ার্নারকে চেনেন?

ট্যাক্সি ড্রাইভার: হ্যাঁ, ডেভিড ওয়ার্নার ভালো ক্রিকেটার। ম্যাক্সওয়েলও ভালো খেলে।

ট্যাক্সি ড্রাইভার: (পিছনে বসে দুই ক্রিকেটারের দিকে ঘাড় ঘুরিয়ে) আপনিই ম্যাক্সওয়েল!

ম্যাক্সওয়েল: হ্যাঁ আমিই ম্যাক্সওয়েল।

ট্যাক্সি ড্রাইভার: সরি! ক্ষমা করে দেবেন। আপনাকে চিনতেই পারিনি!

[আরও পড়ুন: বিরাটকে ছাড়াই টি-২০ বিশ্বকাপের দল গঠন?, বড় মন্তব্য করে দিলেন প্রাক্তন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement