Advertisement
Advertisement

Breaking News

Santosh Trophy

দ্বিতীয় ম্যাচেই ধাক্কা, সন্তোষ ট্রফিতে ড্র করল বাংলা

গোলশূন্যভাবে শেষ হল ম্যাচ।

West Bengal vs Delhi match in Santosh Trophy ended in draw | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 11, 2023 11:33 am
  • Updated:October 11, 2023 11:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল বাংলার সন্তোষ ট্রফি (Santosh Trophy) অভিযান। বুধবার দিল্লির (Delhi) বিরুদ্ধে আটকে গেলেন রঞ্জন চৌধুরীর ছাত্ররা। গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হল বাংলা (West Bengal) দলকে। ফলে গ্রুপ পর্বের সব ম্যাচ জেতার লক্ষ্যেও ধাক্কা খেলেন দীপেন্দু বিশ্বাসরা। এদিন সকালের অন্য ম্যাচে গুজরাটকে ৩-০ ফলে উড়িয়ে দিল কেরল। প্রসঙ্গত, সকালবেলা সন্তোষের ম্যাচ আয়োজন নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলার কোচ।

সন্তোষ ট্রফিতে পরপর দুটি ম্যাচ সকাল ৯টা থেকে খেলতে হয়েছে বাংলাকে। এমন সময়সূচি নিয়ে আগেও ক্ষুব্ধ ছিলেন বাংলার কোচ। তিনি জানান, ভোরবেলা ঘুম থেকে উঠে দেড় ঘণ্টা জার্নি করে মাঠে পৌঁছতে হয়েছিল দলকে। তবে অভিযোগ উঠলেও টুর্নামেন্টের সূচিতে কোনও পরিবর্তন হয়নি। বুধবার সকাল নটার সময়েই শুরু হয় বাংলা বনাম দিল্লি ম্যাচ।

Advertisement

[আরও পড়ুন: ICC World Cup 2023: বাউন্ডারির দড়ি সরিয়ে ক্যাচ ধরছে পাকিস্তান! ম্যাচের ভাইরাল ছবি ঘিরে বিতর্ক]

লাল কার্ড দেখে দিল্লি ম্যাচে খেলতে পারেননি গত ম্যাচের গোলদাতা বিজয় মুর্মু। ফলে প্রথম থেকেই খানিকটা ব্যাকফুটে ছিল বাংলা। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বেশ ভালোই পারফর্ম করেন দীপেন্দুরা। যদিও চেষ্টা সত্ত্বেও গোল করতে পারেনি বঙ্গ ব্রিগেড। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল বাংলা দলকে। যদিও এই ম্যাচে ড্র করে খুব একটা চাপে নেই বাংলা। কারণ পয়েন্ট তালিকায় এখনও শীর্ষেই রয়েছে দল। 

[আরও পড়ুন: পাক যুদ্ধের মহড়া, আফগান ম্যাচ জিতে প্রস্তুতির ভাবনা ভারতের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement