Advertisement
Advertisement

Breaking News

Lionel Messi

তিন ছেলের পরে এবার মেয়ে! আরও এক সন্তান চান মেসি

ফ্রান্স থেকে মায়ামি আসার পরে রুটিন বদলে গিয়েছে মেসির।

We’ll see if a baby girl arrives, says Lionel Messi । Sangbad Pratidin

মেসি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:September 22, 2023 12:28 pm
  • Updated:September 22, 2023 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাবা হতে চান লিওনেল মেসি (Lionel Messi)। কন্যা সন্তানের বাবা হতে চান এবার। তিন পুত্র সন্তান মেসির। থিয়াগো, মাতেও এবং সিরো। মেসি চান এক কন্যা সন্তান আসুক তাঁর ও আন্তোনেলার সংসারে।

এক সাক্ষাৎকারে মেসি নিজেই তাঁর এই ইচ্ছার কথা জানিয়েছেন। মেসি বলেছেন, ”আরও একজন সন্তান আসুক আমাদের সংসারে। দেখা যাক কন্যা সন্তান আসে কিনা।”

Advertisement

[আরও পড়ুন: নিজেদের ভুলের খেসারত দিল বেঙ্গালুরু, জয় দিয়ে আইএসএল অভিযান শুরু কেরালার]

 

ইউরোপ ছেড়ে ইন্টার মায়ামিতে মেসির আসার পিছনে রয়েছে অন্য কারণ। পরিবারকে আরও বেশি সময় দিতে পারবেন তিনি। জীবনে সবই তাঁর পাওয়া হয়ে গিয়েছে। ব্যক্তিগত মাইলস্টোন আর তাঁকে প্রভাবিত করে না। চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গেও আর লড়াই উপভোগ করেন না মেসি। আর্জেন্টাইন মহাতারকা তাঁর সফল জীবন উপভোগ করছেন এখন। ফ্রান্স থেকে আমেরিকায় আসার পরে অভ্যাসে পরিবর্তন ঘটিয়েছেন ৩৬ বছর বয়সি মহাতারকা। নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, ”বেলা একটার সময়ে ট্রেনিং শেষ করি। বাড়ি ফিরে আমি আর আন্তোনেলা লাঞ্চ সারি। একটু ঘুমিয়ে নিই, তার পরে টিভি বা মুভি দেখি।”

রাত ৯ টার সময়ে মেসির ছেলেরা ঘুমোতে যায়। সেই সময়ে মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা একটু বিশ্রাম পান। রাতের খাবার শেষে মেসি ও আন্তোনেলা টিভি দেখেন। ফুটবল নিয়ে মেসির ব্যস্ত এক জীবন। ঘর সামলান, ছেলেদের দেখেশুনে রাখেন আন্তোনেলা। খুব শীঘ্রই কি খবর পাওয়া যাবে মেসি কন্যা সন্তানের বাবা হয়েছেন? উত্তরটা আপাতত সময়ের গর্ভে।

[আরও পড়ুন: ‘ভারত থেকে কূটনীতিকের সংখ্যা কমিয়ে দিন’, কানাডাকে প্রচ্ছন্ন বার্তা বিদেশ মন্ত্রকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement