Advertisement
Advertisement

Breaking News

Durand Cup

ডুরান্ডে মোহনবাগানের ত্রাতা হয়ে ‘সোনার গ্লাভস’ জয় বিশালের, কে পেলেন সোনার বল?

দেখে নিন ডুরান্ড কাপে কোন তারকা পেলেন কোন পুরস্কার।

Vishal got Golden Gloves, Nandakumar got Golden Ball in Durand Cup | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 3, 2023 8:13 pm
  • Updated:September 3, 2023 8:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেত্রাতোসের একমাত্র গোলে বাগান সমর্থকদের মুখে ফুটেছে হাজার ওয়াটের হাসি। মেগা ডার্বি জিতে ডুরান্ড ট্রফি ঘরে তুলেছে মোহনবাগান। কিন্তু টুর্নামেন্ট জয়ের কৃতিত্ব তো পেত্রাতোসের একার নয়, বিশাল কাইথের বিশ্বস্ত হাতের সৌজন্যে নিশ্চিত গোল হজম থেকে রক্ষা পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড (Mohun Bagan)। আর সেই কারণে অজি স্ট্রাইকার ম্যাচের সেরা হলেও সোনার গ্লাভসের মালিক হলেন মোহনবাগান তরুণ গোলকিপারই।

গতবারের আইএসএল ফাইনালের স্মৃতি এখনও উজ্জ্বল সবুজ-মেরুন ভক্তদের মনে। টাইব্রেকারে বিশালই হয়ে উঠেছিলেন ত্রাতা। তাঁর গ্লাভসই মোহনবাগানকে প্রথমবার আইএসএল ট্রফি জিতিয়েছিল। ডুরান্ডের (Durand Cup 2023) ফাইনালেও সেই একই ছন্দে ধরা দিলেন বিশাল। গ্রুপ পর্বের ম্যাচে তাঁকে খানিকটা নড়বড়ে দেখালেও ভুল থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়ান। তাই শেষমেশ ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার বিশালের হাতেই শোভা পাচ্ছে সোনালি দস্তানা। কোচ জুয়ান ফেরান্দোর বিশ্বস্ত সৈনিক আজ নির্মল আনন্দ দিলেন সমর্থকদের।

Advertisement

[আরও পড়ুন: চলে এল বড় আপডেট, বৃষ্টির জন্য কলম্বো থেকে সরতে পারে সুপার ফোরের একাধিক ম্যাচ]

মোহনবাগানের নায়ক যদি পেত্রাতোস, বিশালরা হন, তবে রানার্স-আপ ইস্টবেঙ্গলের (East Bengal) কথা বলতে গেলে একটা নাম নিতেই হবে। তিনি নন্দকুমার। যাঁর গোলে সাড়ে চার বছর পর ডার্বি জয়ের স্বাদ পেয়েছে লাল-হলুদ। প্রায় গোটা টুর্নামেন্টেই তাবড় তাবড় ফুটবলারদের মাঝে নজর কেড়েছেন তিনি। ধারাবাহিক ভাবে ভাল খেলার পুরস্কারও পেলেন। সোনার বল উঠল তাঁর হাতে। ফাইনালে ডার্বি হারলেও এই সম্মানই বা কম কী!

এদিকে, টুর্নামেন্টের তিনটি ম্যাচে ছ’টি গোল করে সোনার বুট জিতে নিলেন মহামেডান স্পোর্টিংয়ের ডেভিড।

[আরও পড়ুন: উপনির্বাচনের আগে ধূপগুড়ি মহকুমা ঘোষণার আশ্বাস, অভিষেককে নিয়ে কমিশনে নালিশ BJP-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement