Advertisement
Advertisement
লা লিগা

লা লিগায় টিভি ও অন‌লাইন দর্শকদের জন্য নয়া আকর্ষণ ‘ভারচুয়াল স্ট্যান্ড’, ব্যাপারটা কী?

৪২ দিনে হবে টুর্নামেন্টের ১১০টি ম্যাচ।

Virtual stand and audio will be used for broadcasts in La Liga
Published by: Sulaya Singha
  • Posted:June 8, 2020 8:05 pm
  • Updated:June 8, 2020 8:05 pm

সোহম দে: বুন্দেশলিগার পর এবার ১১ জুন ফিরছে লা লিগাও। ১৯ জুলাই শেষ হবে টুর্নামেন্ট। ৪২ দিনে ১১০টি ম্যাচের আয়োজন করা হবে। অর্থাৎ প্রতিটা ক্লাবকেই সপ্তাহে দু’বার করে খেলতে হবে। তবে নতুন করে ফেরা লা লিগার মূল আকর্ষণ হল ‘ভারচুয়াল স্ট্যান্ড’।

লা লিগা ইন্ডিয়ার প্রধান জোস কাকাজা বলেন, “এতে কোনও সন্দেহ নেই আমরা সবাই দর্শকদের খুব মিস করব। তবে আগামী মরশুমে সমর্থকরা হয়তো মাঠে ফিরতে পারে। সবকিছুই অবশ্য নির্ভর করবে পরিস্থিতির উপর। টিভির সামনে বসে বা ফেসবুকে যাঁরা লাইভ ম্যাচ দেখবেন, তাঁদের জন্য মনোরঞ্জক একটা প্যাকেজ তৈরি করার চেষ্টা করছি আমরা। যেমন নরওয়ের এক সংস্থা ও মিডিয়াপ্রো-র সঙ্গে যুক্ত হয়ে ‘ভারচুয়াল স্ট্যান্ড’ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে টিভি বা ফেসবুক দর্শকদের জন্য।”

Advertisement

[আরও পড়ুন: ময়দানে ফুটবলের আমেজ! দীর্ঘদিন বন্ধ থাকার পর মধ্য জুনেই খুলছে মোহনবাগানের গেট]

ভারচুয়াল স্ট্যান্ড কী?
সম্প্রচারকারীরা ব্যবস্থা করছে লা লিগা ম্যাচ লাইভ দেখার সময় যাতে সবাই সমর্থক ভরতি গ্যালারির ভারচুয়াল ইমেজ দেখতে পায়। এছাড়াও সমর্থকদের চিৎকারের আওয়াজও ধার নেওয়া হচ্ছে ফিফা নামক ভিডিও গেম থেকে। ম্যাচ চলাকালীন যে আওয়াজের রেকর্ডিং চালানো হবে। এই সমস্ত কিছু করা হচ্ছে যাতে টিভির সামনে বসেও দর্শকরা মাঠের আবহটা অনুভব করতে পারে।

ফুটবল ফিরলেও পরিস্থিতি যে আগের মতো থাকবে না সেটা সবারই জানা। ম্যাচের দিন দু’দলের ফুটবলার, কোচ, ব্রডকাস্টার টিম, সাংবাদিক মিলিয়ে মোট ২৫০ জন স্টেডিয়ামে থাকবে। আর ম্যাচের আগে ফুটবলার ছাড়াও মাঠে যারা থাকবে, প্রতি সদস্যরেই করোনা পরীক্ষা করা হবে। মাঠে কেউ একে অপরের সঙ্গে করমর্দন করতে পারবে ‌না। মাঠে কেউ থুতু ফেলবে না। কেউ সতীর্থকে জড়িয়ে সেলিব্রেট করবে না। ম্যাচ শুরু হওয়ার আগে বা শেষ হওয়ার পর প্রত্যেক ফুটবলার ও কোচকে মাস্ক ও গ্লাভস পরতে হবে। আবার দু’সেট কিট সঙ্গে রাখতে হবে সবাইকে। হাফ-টাইমের পর ‌‌নতুন‌ কিট পরে ফুটবলারদের মাঠে নামতে হবে। একই দলকে দু’টো টিম বাস করে মাঠে আসতে হবে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলন হবে অনলাইনে।

[আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটেও গায়ের রং নিয়ে চলে কটাক্ষ, বর্ণবৈষম্য নিয়ে মুখ খুললেন ইরফান পাঠান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement