Advertisement
Advertisement

Breaking News

FIFA world cup

কাতার বিশ্বকাপের উদ্বোধনে থাকবেন জগদীপ ধনকড়, দেখা করবেন প্রবাসী ভারতীয়দের সঙ্গেও

জগদীপ ধনকড়ের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Vice President Dhankhar going to attend FIFA world cup | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 19, 2022 9:12 pm
  • Updated:November 20, 2022 11:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে চড়েছে কাতার বিশ্বকাপের উত্তেজনার পারদ। ফুটবল মহোৎসবে গা ভাসিয়েছেন ফুটবলপ্রেমীরা। ব্যতিক্রমী নয় ভারতও। কাতারে কাতারে মানুষ পৌঁছে যাচ্ছেন হাইভোল্টেজ সব ম্যাচের সাক্ষী হতে। বাংলা থেকে খেলা দেখতে সুদূর কাতার উড়ে যাবেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও (Madan Mitra)। এবার জানা গেল বিশ্বকাপের উদ্বোধনে হাজির থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও।

বিদেশমন্ত্রকের থেকে এদিন এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামিকাল, ২০ নভেম্বর ও তার পরের দিন ২১ নভেম্বর কাতার সফরে যাবেন ধনকড় (Jagdeep Dhankhar)। অর্থাৎ রবিবার কাতারে বিশ্বকাপের উদ্বোধনে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। স্টেট অফ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। সেই সঙ্গে কাতারে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। কথাও বলবেন।

Advertisement

[আরও পড়ুন: খুনের পর ৫ টুকরো করে পুকুরে ফেলা হয় নৌসেনা কর্মীর দেহ, বারুইপুরে ধৃত স্ত্রী ও ছেলে]

বিশ্বমঞ্চে ভারতের বন্ধু হিসেবেই পরিচিত কাতার (Qatar)। রবিবার থেকে সেখানেই প্রথমবার বসতে চলেছে বিশ্ব ফুটবলের আসর। বিদেশমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, জগদীপ ধনকড়ের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই সফরেই বিশ্বকাপের (FIFA World Cup 2022) জন্য ভারতীয়দের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি মঞ্চ পাওয়া হবে। সেখানে উপরাষ্ট্রপতির উপস্থিতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত অর্থবর্ষে ভারত ও কাতার দ্বিপাক্ষিক স্তরে ১৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অঙ্কের বাণিজ্য করেছে। বাণিজ্য থেকে জ্বালানি শক্তি, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে একে অপরের সাহায্য করে। আগামী বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করবে। তার আগে বিশ্বকাপে উপরাষ্ট্রপতির কাতার সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

[আরও পড়ুন: ‘৩ ঘণ্টা বিয়ার না খেলেও বেঁচে থাকবেন’, বিতর্কে জর্জরিত কাতারের পাশেই ফিফা প্রেসিডেন্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement