Advertisement
Advertisement

Breaking News

Copa America

বলিভিয়াকে ৫ গোল, কোপার শেষ আটে নিশ্চিত উরুগুয়ে

টানা দুই ম্যাচে জয় পেয়ে অপ্রতিরোধ্য লা সেলেস্তেরা।

Uruguay beats Bolivia in Copa America match
Published by: Anwesha Adhikary
  • Posted:June 28, 2024 8:22 am
  • Updated:June 28, 2024 8:56 am  

উরুগুয়ে: ৫ (পেলিস্ত্রি, ডারউইন, ম্যাক্সিমিলিয়ানো, ভালভার্দে, রড্রিগো)

বলিভিয়া: ০ 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোপায় অপ্রতিরোধ্য উরুগুয়ে। টানা দুই ম্যাচে বিপক্ষকে উড়িয়ে দিল লা সেলেস্তেরা। শুক্রবার সকালে বলিভিয়াকে ৫ গোলে দুরমুশ করে কোয়ার্টার ফাইনালে খেলাও নিশ্চিত করে ফেললেন লুইস সুয়ারেজরা।

কোপার (Copa America) প্রথম ম্যাচে পানামাকে হারিয়ে গ্রুপ সির শীর্ষে রয়েছে উরুগুয়ে। শুক্রবার তাদের খেলা ছিল পয়েন্ট তালিকায় সকলের নিচে থাকা বলিভিয়ার বিরুদ্ধে। সেই প্রতিপক্ষকে নিয়ে একেবারে ছিনিমিনি খেললেন ভালভার্দে-পেলিস্ত্রিরা। ৫-০ গোলে বলিভিয়াকে (Bolivia) উড়িয়ে দিয়ে নকআউটে কার্যত নিশ্চিত হয়ে গেল লা সেলেস্তেরা।

[আরও পড়ুন: বাইশের বদলা চব্বিশে! ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে ভারত

ম্যাচের শুরু থেকেই উরুগুয়ের (Uruguay) আক্রমণ সামাল দিতে পারেনি বলিভিয়া। মাত্র ৮ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন ফাকুন্দো পেলিস্ত্রি। তার পরেও একের পর এক গোলের সুযোগ এসেছে উরুগুয়ের কাছে। ২১ মিনিটে ডারউইন নুনে ফের গোল করেন।

২-০ এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে উরুগুয়ে। আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে তারা। পরিবর্ত হিসাবে নামেন সুয়ারেজ-সহ অনেকেই। তার পর থেকে কার্যত গোলের বন্যা বয়ে যায় মেটলাইফ স্টেডিয়ামে। ৭৭ মিনিটে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউ। চতুর্থ গোলটি আসে ৮১ মিনিটে ভালভার্দের শট থেকে। ম্যাচের একেবারে শেষ দিকে ৮৯ মিনিটে এসে জয়ের ব্যবধান আরও বাড়ান রড্রিগো। ৫-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে কার্যত নিশ্চিত করে ফেলল উরুগুয়ে।

[আরও পড়ুন: বন্যাবিধ্বস্ত সিকিমে ৩ দিনেরও কম সময়ে ৭০ ফুটের বেইলি ব্রিজ বানাল সেনা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement