Advertisement
Advertisement
UEFA Nations League

নেশনস লিগের সেমিতে রোনাল্ডোর পর্তুগাল, রুদ্ধশ্বাস ম্যাচে জয় স্পেনেরও, শেষ চারে আর কারা?

ম্যাচের আগে সম্মানিত রোনাল্ডো। নেশনস লিগে নয়া রেকর্ড গড়লেন ইয়ামাল।

UEFA Nations League: Ronaldo's Portugal beats Denmark to qualify for Semi final and also Spain, Germany, France qualify
Published by: Arpan Das
  • Posted:March 24, 2025 9:20 am
  • Updated:March 24, 2025 9:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন, কথা রাখলেন। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের কাছে আচমকাই হেরে বসেছিল পর্তুগাল। দ্বিতীয় পর্বে তাদের ৫-২ গোলে ওড়াল রোনাল্ডো বাহিনী। অন্যদিকে রুদ্ধ্বশ্বাস ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে উঠল স্পেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে জিতল ফ্রান্সও। ইটালির সঙ্গে ড্র করলেও প্রথম পর্বে জিতে সেমিফাইনালে গেল জার্মানি। 

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগালের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল ডেনমার্ক। তারপর রোনাল্ডো বলেছিলেন, এখনও দ্বিতীয় লেগ বাকি। আর সেখানে বাজিমাত পর্তুগালের। ম্যাচের আগে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তরফ থেকে সবচেয়ে বেশি জয়ের জন্য পুরস্কার পান রোনাল্ডো। প্রথমে পেনাল্টি মিস করলেও পরে গোল করেন তিনি। দুপর্ব মিলিয়ে নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ৩-৩। পর্তুগালের হয়ে দুটি গোল ত্রিনকাওয়ের, একটি গঞ্জালো র‍্যামোসের, একটি আত্মঘাতী গোল। দুপর্ব মিলিয়ে ৫-৩ গোলে জিতে নেশনসের লিগে সেমিতে পর্তুগাল।

Advertisement

অন্যদিকে স্পেন বনাম নেদারল্যান্ডস ম্যাচ গড়াল সাডেন ডেথ পর্যন্ত। প্রথম পর্বে ফলাফল ছিল ২-২। দ্বিতীয় পর্বে স্পেনকে প্রথমে এগিয়ে দেন ওয়ারজাবাল। ৫৪ মিনিটে সমতা ফেরান ডিপে। ৬৭ মিনিটে ওয়ারজাবাল গোল করার পর ফের জালে বল জড়ায় নেদারল্যান্ডস। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুরন্ত গোল করেন স্পেনের ১৭ বছর বয়সি লামিনে ইয়ামাল। নেশনস লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন তিনি। ১০৯ মিনিটে পেনাল্টি থেকে নেদারল্যান্ডসের হয়ে সমতা ফেরান জাভি সিমনস। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-৩। টাইব্রেকারে দুপক্ষই একটি করে গোল মিস করলে ফয়সালা হয় সাডেন ডেথে। প্রথমে স্পেনের গোলকিপার উনাই সিমন শট বাঁচানোর পর গোল করে ম্যাচ জেতান পেদ্রি।

আরেকটি কোয়ার্টার ফাইনালে জার্মানি-ইটালির ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। তবে প্রথম পর্বে ২-১ গোলে জিতে থাকায় সেমিতে যায় জার্মানি। ফ্রান্স ২-০ গোলে জেতে মদরিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। দুপর্ব মিলিয়ে ফলাফল ছিল ৪-৪। টাইব্রেকারে এমবাপেরা জিতলেন ৫-৪ গোলে। সেমিতে পর্তুগালের সামনে জার্মানি। ইউরো কাপের মতোই নেশনসের সেমিফাইনালেও ফ্রান্সের মুখোমুখি স্পেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement