সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইউরোর প্রত্যাবর্তন। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপ ২০২৪ (UEFA Euro 2024)। অতএব বঙ্গ ফুটবলপ্রেমীদের রাত জাগার পালা শুরু। প্রথম ম্যাচেই নেমে পড়ছে জার্মানি। ১৪ জুলাই পর্যন্ত চলা মহাসংগ্রামে অংশ নিচ্ছে ২৪টি দেশ। কিন্তু এই ২৪ দেশের মধ্যে ফেভারিট কারা? কারা জিততে পারে ইউরো। চলুন খোঁজ নেওয়া যাক সম্ভাব্য দাবিদারদের।
১। ইংল্যান্ড: ১৯৬৬-তে বিশ্বকাপ (FIFA World Cup) জয়। আন্তর্জাতিক ফুটবলে সেটার পর আর সাফল্য নেই ইংল্যান্ডের। এ পর্যন্ত ইউরো জয়ের সৌভাগ্য হয়নি। কিন্তু এবার ইউরো জয়ের অন্যতম দাবিদার গ্যারেথ সাউথগেটের দল। হ্যারি কেনের নেতৃত্বে একঝাঁক প্রতিভাবান তরুণ ফুটবলার নিয়ে জার্মানিতে গিয়েছে ইংল্যান্ড। জুড বেলিংহ্যাম, ফিল ফডেনরা ভালো ফর্মেও রয়েছেন। দলের মাঝমাঠ শক্তিশালী, রয়েছেন কেনের মতো স্ট্রাইকার। কিন্তু বড় টুর্নামেন্টে লাগাতার ব্যর্থতার ইতিহাস তাড়া করবে ইংল্যান্ডকে।
২। ফ্রান্স: ২০১৮ বিশ্বকাপজয়ী। বাইশের রানার্স আপ। সদ্য জিতেছে নেশন্স লিগও (UEFA Nations League)। সাম্প্রতিক অতীতে বড় টুর্নামেন্টগুলিতে ফ্রান্সের দাপট রীতিমতো লক্ষনীয়। তবে এ পর্যন্ত ইউরো জেতা হয়নি। এবার কিলিয়ান এমবাপের নেতৃত্বে সেটা বদলাতে চাইবে ফ্রান্স। এমবাপে, জিরু, গ্রিজম্যানদের পাশাপাশি এবার মাঝমাঠে চুয়ামেনি, কামাভিঙ্গার মতো মাঝমাঠের তরুণ তুর্কিরা। রক্ষণেও রয়েছেন নামী ফুটবলাররা। ফ্রান্স এবার ইউরোর খরা কাটানোর দৌড়ে সবার প্রথমের সারিতে।
৩। জার্মানি: সাম্প্রতিক অতীতে বড় টুর্নামেন্টগুলিতে জার্মানির পারফরম্যান্স একেবারে পাতে দেওয়ার যোগ্য নয়। ২০১৪ সালে শেষ বিশ্বকাপ জিতলেও জার্মানির শেষ ইউরো জয় সেই ১৯৯৬ সালে। কিন্তু এবার ঘরের মাঠে নিজেদের ট্রফি ভাগ্য বদলাতে চায় জার্মানরা। জুলিয়েন নেগলেসম্যানের দল খাতায় কলমে এবারও বেশ শক্তিশালী। অভিজ্ঞ নয়্যার, রুডিগার, কিমিচ, মুলার, গুন্ডগানদের পাশাপাশি এবার জার্মানদের আশা দেখাচ্ছেন হাভার্তজ, সানে, মুসিয়ালাদের মতো তরুণরাও।
৪। পর্তুগাল: অধিনায়কের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ৩৯ বছর বয়সেও ইউরোর যোগ্যতা অর্জন পর্বে ১০টি গোল করেছেন। প্রস্তুতি ম্যাচেও গোল পেয়েছেন রোনাল্ডো। তবে পর্তুগাল শুধু রোনাল্ডো নির্ভর দল নয়। বহু প্রতিভাবান ফুটবলার রয়েছেন। বার্নার্ডো সিলভা, জোয়াও ফেলিক্সদের মতো তরুণরাও নজরকাড়া।
৫। স্পেন: স্প্যানিশ ফুটবলের স্বর্ণযুগ আর নেই। কিন্তু ইউরোর (Euro Cup 2024) মতো মেগা টুর্নামেন্টে স্পেনকে কম গুরুত্ব দেওয়াটা এখনও বোকামো। অনেকেই তাই স্পেনকে এবারেও ইউরো জয়ের দাবিদার ধরে এগোচ্ছেন। স্পেনের প্রথাগত তিকিতাকা ফুটবল এবারেও ফুল ফোটাতে পারে ইউরোর মঞ্চে। পেড্রি, রড্রি, ওলমোরা ভালো ফর্মে থাকলে যে কোনও দলকে মাটি ধরাতে পারে স্পেন। তবে গাভির চোট স্পেনের জন্য বড় ধাক্কা।
৬। ইটালি: সারা বছর ফর্ম যেমনই হোক, বড় টুর্নামেন্টে জ্বলে ওঠা ইটালির স্বভাব। চলতি ইউরোতে বিদায়ী চ্যাম্পিয়ন হিসাবে নামছে ইটালি। দলে রয়েছেন ভেরারতি, জর্জিনহো, নিকো বরেলা, ইমমোবিলের মতো তারকা। ফলে এবারও চমক দিতে পারে ইটালি।
এই দলগুলির বাইরেও বেলজিয়াম, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়ার মতো দল ইউরোতে চমক দিতেই পারে। ঠিক যেমন ২০০৪ ইউরোতে চমকে দিয়েছিল গ্রিস। এই চারটি দল এবারের ইউরোতে হতে পারে কালো ঘোড়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.