Advertisement
Advertisement

Breaking News

UEFA EURO 2024

পাঁচ গোল দিয়েও সতর্ক, হাঙ্গেরিকে হারিয়ে প্রি-কোয়ার্টার নিশ্চিত করতে চায় জার্মানি

দুই দলের মধ্যে শেষ সাক্ষাতে জার্মানি হেরে গিয়েছিল।

UEFA EURO 2024: Germany will play against Hungary to secure pre quarter of Euro Cup

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 19, 2024 5:07 pm
  • Updated:June 19, 2024 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেন সেই পুরনো জার্মানি! একটা জয়ই বদলে দিয়েছে তাদের। নবীন-প্রবীণের সংমিশ্রণে জার্মান দলটার প্রকৃতিই বদলে গিয়েছে। স্কটল‌্যান্ডের বিরুদ্ধে ইউরোর প্রথম ম‌্যাচে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্ৎজ, কাই হ‌্যাভার্ৎজদের মতো তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করছেন টনি ক্রুজ, টমাস মুলার, আন্তোনি রুডিগারের মতো বর্ষীয়ান তারকারা। আর প্রথম ম‌্যাচে পারফরম‌্যান্সকে মাথায় রেখেই বলা যেতে পারে, বুধবার হাঙ্গেরির বিরুদ্ধে ফেভারিট হিসাবেই নামতে চলেছে জার্মানি।

দ্বিতীয় ম‌্যাচ জিততে পারলেই ইউরোর (UEFA EURO 2024) নকআউটটে ওঠা কার্যত নিশ্চিত হয়ে যাবে তাদের। হাঙ্গেরি আবার তাদের প্রথম ম‌্যাচে হেরে বসেছে। তবে তাদের কোনওভাবেই হালকাভাবে নিচ্ছেন না জার্মানির প্রশিক্ষক জুলিয়ান নাগেলসম‌্যান। কারণ, শেষ তিনটি সাক্ষাৎকারে জার্মানি জিততে পারেনি হাঙ্গেরির বিরুদ্ধে। দুই দলের মধ্যে শেষ সাক্ষাতে জার্মানি (Germany) আবার হেরে গিয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: টানা পাঁচ ম্যাচে হার মনোজের হারবার ডায়মন্ডসের, জিতে দ্বিতীয় স্থানে কলকাতা

নাগেলসম‌্যান জানিয়ে দিয়েছেন, তাঁর প্রথম একাদশে কোনওরকম পরিবর্তন হচ্ছে না। তিনি বলেন, ‘‘হাঙ্গেরি আমাদের কাছে মোটেই সহজ প্রতিপক্ষ নয়। যেকোনও সময়ই ভয়ঙ্কর হয়ে ওঠার ক্ষমতা ধরে। খোলা মনে খেলে। আমাদের সতর্ক থাকতে হবে।’’ হাঙ্গেরির (Hungary) কোচ মার্কো রোসি জানিয়েছেন, ‘‘আমরা জার্মানিকে আগে হারিয়েছি। ফলে বাড়তি অনুপ্রাণিত হয়ে মাঠে নামব। তবে একটা কথা বলতে পারি, এই জার্মান দলটা গত এক বছরের তুলনায় অনেকটাই বদলে গিয়েছে। ফলে আমাদের কাজটা সহজ হবে না।’’

তবে ম‌্যাচের আগে জার্মানির গোলরক্ষক ম‌্যানুয়েল নয়‌্যারকে অপ্রীতিকর প্রশ্নের সামনে পড়তে হয়েছে। এদিকে, জার্মান কিংবদন্তি লোথার ম‌্যাথাউজের মন্তব্যে বাড়তি উৎসাহিত হতেই পারেন নাগেলসম‌্যান। ম‌্যাথাউজ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কোচ হিসাবে নাগেলসম‌্যানের সঙ্গে কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মিল খুঁজে পাচ্ছেন। প্রাক্তন জার্মান অধিনায়কের বক্তব‌্য, ‘‘১৯৯০ সালের বিশ্বকাপে বেকেনবাওয়ার যেভাবে দলকে পরিচালনা করেছিলেন, ঠিক সেভাবেই নাগলেসম‌্যান এবারের ইউরোতে দলকে পরিচালনা করছে। ফুটবলারদের স্বাধীনতা দিয়েছে। বেকেনবাওয়ারের মতোই ফুটবলারদের সঙ্গে ওর যোগাযোগও চমৎকার।’’

[আরও পড়ুন: কোহলির ফর্ম নিয়ে চিন্তার মধ্যেই আফগানদের বিরুদ্ধে দলে বদলের ভাবনা ভারতের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement