সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে। ওই ড্রয়ে ম্যাঞ্চেস্টার সিটি, পিএসজি অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে। অন্য দিকে অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনার প্রতিপক্ষ কিন্তু বেশ কঠিন। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষও খুব একটা কঠিন নয়।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-য় আর্সেনালের প্রতিপক্ষ এফসি পোর্তো। ইতালির ক্লাব নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করার লড়াইয়ে প্যারিস সাঁ জাঁর বিপক্ষে নামবে রিয়াল সোসিয়েদাদ।
ইন্টার মিলানকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ, তা বলে দেওয়াই যায়। অন্যদিকে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ আবার নেদারল্যান্ডসের পিএসভি।
শেষ ১৬-র লড়াইয়ে বায়ার্ন মিউনিখ পেয়েছে ইটালির ক্লাব লাজিওকে। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ ডেনমার্কের ক্লাব কোপেনহেগেন। রিয়াল মাদ্রিদ খেলবে লাইপজিগের বিরুদ্ধে।
১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের প্রথম লেগ শুরু হবে। দ্বিতীয় লেগ হবে ৫ মার্চ থেকে। ফাইনাল হবে ১ জুন।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র-
আর্সেনাল- পোর্তো
বার্সেলোনা – নাপোলি
রিয়াল সোসিয়েদাদ – পিএসজি
অ্যাটলেটিকো মাদ্রিদ – ইন্টার মিলান
বরুসিয়া ডর্টমুন্ড – পিএসভি
বায়ার্ন মিউনিখ – লাজিও
ম্যাঞ্চেস্টার সিটি – এফসি কোপেনহেগেন
রিয়াল মাদ্রিদ – লাইপজিগ
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.