Advertisement
Advertisement

Breaking News

UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের কামব্যাক, শেষ মুহূর্তের গোলে ম্যাঞ্চেস্টার সিটিকে হারালেন বেলিংহ্যামরা

প্লে অফের যুদ্ধের প্রথম পর্বে হালান্ডের জোড়া গোলেও শেষরক্ষা হল না সিটির।

UEFA Champions League: Real Madrid beats Manchester City in Play Off first leg
Published by: Arpan Das
  • Posted:February 12, 2025 9:29 am
  • Updated:February 12, 2025 9:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে ফের রিয়াল মাদ্রিদের কামব্যাক। ম্যাঞ্চেস্টার সিটির ঘরের মাঠে গিয়ে তাদের ৩-২ গোলে হারালেন এমবাপেরা। শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নেন বেলিংহ্যাম। কাজে লাগল না সিটির হালান্ডের জোড়া গোল। চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফের প্রথম পর্বে জিতে অনেকটাই এগিয়ে রইল রিয়াল।

UCL-র প্রাথমিক পর্বটা একেবারেই ভালো কাটেনি দুই দলের। ফলে শেষ ষোলোর যোগ্যতা অর্জন করার জন্য প্লে অফ জিততে হবে। সেখানে রিয়ালের আক্রমণ ভাগে ভিনিসিয়াস-এমবাপে-বেলিংহ্যাম, ত্রিফলা থাকলেও চিন্তা ছিল রক্ষণ নিয়ে। নবাগত রাউল আসেন্সিও ও মিডফিল্ডার চুয়ামেনি-ভালভার্দেদের দিয়ে ডিফেন্স সাজিয়ে ছিলেন রিয়াল কোচ আন্সেলোত্তি। সেখানে ১৯ মিনিটে সিটিকে এগিয়ে দেন হালান্ড। প্রথমার্ধে দাপট ছিল তাঁদেরই। একাধিক গোলের সুযোগ অল্পের জন্য হাতছাড়াও হয় আকাঞ্জিদের।

Advertisement

৬০ মিনিটে সমতা ফেরান এমবাপে। ফরাসি তারকার ভলি পায়ে-বলে ঠিকভাবে সংযোগ না হলেও মূল্যবান গোলটি চলে আসে রিয়ালের ঝুলিতে। ৮০ মিনিটে অবশ্য সিটি ফের এগিয়ে যায়। পেনাল্টি থেকে গোল করেন হালান্ড। শেষ ১০ মিনিটে যেন নিজেদের রীতি মেনেই জ্বলে উঠল রিয়াল। লিখল আরও একটি প্রত্যাবর্তনের গল্প। ৮৫ মিনিটে এমবাপের জোরালো শট সিটির গোলকিপারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বল জালে জড়িয়ে দেন পরিবর্ত হিসেবে নামা ব্রাহমিন দিয়াজ।

ম্যাচের একেবারে শেষ দিকে রিয়ালের জয় ছিনিয়ে আনেন বেলিংহ্যাম। সিটির ডিফেন্ডার রিকো লুইসের ভুল থেকে বল পান ভিনিসিয়াস। তাঁর বাড়ানো বল থেকে ফাঁকা গোলে বল জড়িয়ে দেন বেলিংহ্যাম। দ্বিতীয় পর্বের ম্যাচ ২০ ফেব্রুয়ারি। যা হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাব্যুতে। UCL-র অন্য ম্যাচে জয় পেয়েছে ডর্টমুন্ড, জুভেন্টাস ও পিএসজি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement