Advertisement
Advertisement
IFA

উঠবে নির্বাসন? আইএফএ-র বৈঠকে আজ টালিগঞ্জ-উয়াড়ির ভাগ্য নির্ধারণ

কলকাতা লিগে গত মরশুমে এই দুই ক্লাবের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠেছিল।

Tollygunge and Wari club's ban may be uplifted in IFA meeting
Published by: Arpan Das
  • Posted:June 3, 2024 10:40 am
  • Updated:June 3, 2024 10:40 am  

স্টাফ রিপোর্টার: সোমবার আইএফএ-র (IFA) গভর্নিং বডির সভায় উঠতে চলেছে কলকাতা লিগে টালিগঞ্জ অগ্রগামী (Tollygunge Agragami) ও উয়াড়ির (Wari Ac) অনির্দিষ্ট কালের জন্য নির্বাসনের বিষয়টি।
কলকাতা লিগে গত মরশুমে এই দুই ক্লাবের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠেছিল। ফেডারেশনের পক্ষ থেকে এই দুই ক্লাবের কয়েকটি সন্দেহজনক লিগের ম্যাচ নিয়ে একটি রিপোর্ট জমা পড়েছিল আইএফএ-র কাছে। সেই অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশকে সেই ম্যাচগুলোর তদন্তভার দিয়ে অনিদিষ্ট কালের জন্য এই দুই ক্লাবকে নির্বাসন দিয়েছিল আইএফএ। এই সিদ্ধান্তের পরই দুই ক্লাবই আইএফএ-র কাছে নির্বাসন তোলার জন্য আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতেই সোমবার ডাকা হয়েছে গভর্নিং বডির সভা। এই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হবে উয়াড়ি ও টালিগঞ্জের আবেদনে সাড়া দিয়ে নির্বাসন উঠবে কি না।

[আরও পড়ুন: ডাক পাননি বিশ্বকাপ দলে, রোহিতদের খেলাই দেখতে চান না এই আইপিএল তারকা]

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলছেন, এখনও তারা কলকাতা পুলিশের রিপোর্ট পাননি। কবে পাবেন তাও জানেন না। সামনেই কলকাতা লিগ আসছে। এই অবস্থায় দুই ক্লাবের আবেদন মেনেই গভর্নিং বডির সদস্যদের সামনে বিষয়টি তুলে ধরা উচিত বলে মনে করছেন তিনি। অনির্বাণ বলেন, “এখনও আমরা পুলিশি তদন্তের রিপোর্ট হাতে পাইনি। সামনেই কলকাতা লিগ। দুই ক্লাবই আবেদন করেছে নির্বাসন তোলার। তবে বিষয়টি গভর্নিং বডির সদস্যরা সিদ্ধান্ত নেবে। পরবর্তী সময়ে কলকাতা পুলিশের রিপোর্ট এলে তখন সেই রিপোর্টও বিবেচনা করা হবে।” গভর্নিং বডির সদস্যরা মনে করলে এই অনির্দিষ্ট কালের জন্য নির্বাসন উঠে যেতে পারে দুই ক্লাবেরই। সেক্ষেত্রে লিগ খেলার অসুবিধা থাকবে না উয়াড়ি ও টালিগঞ্জের।

Advertisement

[আরও পড়ুন: আমেরিকার মাটিতে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ, নিউ ইয়র্কের মুখে শুধুই উদাসীনতা]

নির্বাসনে থাকা সত্বেও উয়াড়ি ও টালিগঞ্জ আসন্ন কলকাতা লিগের জন্য অনুশীলনে নেমে গিয়েছে। দুই দলেরই কর্তাদের দাবি, ক্লাব কখনই জড়িত নয় গড়াপেটার সঙ্গে। তদন্তে প্রমাণিত হলে দোষীদের শাস্তি দিক আইএফএ। কিন্তু ক্লাবকে অনির্দিষ্ট সময়ের জন্য নির্বাসন মানতে চান না তারা। টালিগঞ্জ কর্তা শুভঙ্কর ঘোষদস্তিদার বলেন, “তদন্তে প্রমাণিত হলে দোষীদের শাস্তি দিক। ক্লাবকে কেন? কিন্তু এভাবে অনির্দিষ্ট কালের জন্য শাস্তি কতদিন? আমরা সেই কথা বলেই গভর্নিং বডির কাছে আবেদন করেছি। আশা করছি ওনারা বিষয়টি বুঝতে পারবেন।” উয়াড়ি কর্তা ইন্দ্রনাথ পাল বলেন, “দুই ক্লাবই পরের মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। ক্লাব দোষ করেনি। আশা করব গভর্নিং বডি সেই কথা বুঝবেন।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement