Advertisement
Advertisement

Breaking News

Real Madrid Football Sexual Video Controversy

Real Madrid Sexual Video Controversy: যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে গেল রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ, গ্রেপ্তার অ্যাকাডেমির ৩ ফুটবলার

বিতর্কে জড়াল রিয়াল মাদ্রিদের নাম।

Three Real Madrid players arrested over sexual video with minor। Sangbad Pratidin

ব্যাপক চাপে রিয়াল মাদ্রিদ। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 15, 2023 8:39 pm
  • Updated:September 15, 2023 8:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার যৌন কেলেঙ্কারিতে (Sexual Controversy) জড়িয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদ (Real Madrid)! স্পেনের অন্যতম বড় ক্লাবের অ্যাকাডেমির (Real Madrid Football Academy) তিন ফুটবলার এই ঘটনায় অভিযুক্ত বলে পুলিশের (Police) দাবি। অ্যাকাডেমির তিন অভিযুক্ত ফুটবলারের নাম প্রকাশ্যে না আনা হলেও, পুলিশ তাদের গ্রেপ্তারও করেছে। লা পালমাসের সিভিল গার্ড পুরো ব্যাপারটা খতিয়ে দেখছে।

স্বভাবতই এমন ন্যক্কারজনক ঘটনার জন্য রিয়ালের মুখ পুড়েছে। একইসঙ্গে পুলিশের আরও দাবি, যৌন কেলেঙ্কারিতে শুধু তিন ফুটবলার নয়, জড়িয়ে থাকতে পারে সিনিয়র দলের কয়েকজন ফুটবলারের নাম! তবে পুলিশ এখনও কারও নাম প্রকাশ্যে আনেনি।

Advertisement

[আরও পড়ুন: অনন্য উদ্যোগ, মোহনবাগানের গরিমা ফুটে উঠবে যুবভারতীতে, বদলে গেল দুই স্ট্যান্ডের নাম]

গত ৬ সেপ্টেম্বর এক নাবালিকা মেয়ের মা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, তাঁর মেয়ের নগ্ন ভিডিও তুলেছিল রিয়ালের অ্যাকাডেমির এক ফুটবলার। সেই ভিডিও তোলার জন্য মর্গ্যানের ক্যানারি আইল্যান্ড ওই ফুটবলার নিয়ে গিয়েছিল মেয়েটিকে। সেখানেই ব্যাপারটা শেষ হয়নি। সেই ওই ভিডিও অ্যাকাডেমির কয়েকজনকে ফরোয়ার্ডও করা হয়েছে বলে পুলিশের দাবি।

পুলিশের দাবি সেই তিনজন রিয়ালের তৃতীয় টিম ও রিজার্ভ টিমের ফুটবলার। তদন্তে নেমে রিয়ালের ভালদেবেবাসের যুব অ্যাকাডেমি থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তখন ওই তিন অভিযুক্ত টিমের সঙ্গে ট্রেনিং করছিল। এর আগে এমন ঘটনা কখনও ঘটেনি রিয়ালে। যে কারণে চাঞ্চল্য ফেলে দেওয়ার পাশাপাশি ফুটবলারদের বিরুদ্ধে এমন অভিযোগ নড়িয়ে দিয়েছে ক্লাব প্রশাসনকে।

শোনা যাচ্ছে পুলিশ অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। ফোন খতিয়ে দেখছেন এক্সপার্টরা। তিন অভিযুক্তের পাশাপাশি রিয়ালের আর কোনও ফুটবলার এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা, ভিডিও তাদেরও পাঠানো হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: ২০ সেপ্টেম্বর কলকাতা লিগের ‘মিনি ডার্বি’, মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement