সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুমে যে সমস্যা হয়েছিল এ মরশুমেও সেই একই সমস্যা কলকাতা ফুটবল লিগের ‘টেলিভিশন রাইট’ নিয়ে। বছর তিনেক আগে সর্বভারতীয় সংস্থা স্টার ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল সিএফএল সম্প্রচারের। ওই সংস্থার একটি বাংলা চ্যানেলে দেখানো হত খেলা। কিন্তু স্টার ইন্ডিয়া দায়িত্ব ছাড়ার পর থেকে সম্প্রচার নিয়ে সমস্যায় আইএফএ। গত দুই মরশুমে একটি করে স্থানীয় সংবাদ পরিবেশক চ্যানেলকে সম্প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। গতবছর রীতিমতো বিভ্রান্ত ছিলেন ফুটবল সমর্থকরা। কারণ গতবছর যে চ্যানেলটি সিএফএল সম্প্রচার করেছিল সেই চ্যানেলটি অনেক জায়গাতেই দেখা যেত না। এবারেও সেই একই আশংকা করেছেন ফুটবল সমর্থকরা। কারণ আইএফএ সূত্রের খবর, এবছর সিএফএল সম্প্রচারের দায়িত্ব পেতে চলেছে সাধনা নিউজ। সদ্য শুরু হওয়া এই নিউজ চ্যানেলটি কোন কেবল নেটওয়ার্কে দেখা যায় তা নিয়ে বেশ বিভ্রান্তিতে সমর্থকরা। অনেকেই বলছেন, আইএফএর অপদার্থতায় ‘অনামী’ চ্যানেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।যদিও, আইএফএ-র তরফে সরকারিভাবে এখনও চ্যানেলটির নাম ঘোষণা করা হয়নি। আগামী ১ আগস্ট তা ঘোষণা করবে আইএফএ।
এদিকে ইতিমধ্যেই তিন প্রধানের চারটে করে খেলার ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। ৩ আগস্ট প্রিমিয়ার এ লিগ অভিযান শুরু হচ্ছে। প্রথম দিন খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। বাকি ঘোষিত ইস্টবেঙ্গলের তিনটে ম্যাচ হল যথাক্রমে ৬ আগস্ট (ওয়েস্ট বেঙ্গল পুলিশ), ১০ আগস্ট (কাস্টমস) ও ১৪ আগস্ট (পাঠচক্র)। মোহনবাগান লিগ অভিযানে নামছে ৪ আগস্ট। প্রতিপক্ষ হল পাঠচক্র। বাকি তিনটে ম্যাচ হল যথাক্রমে-৭ তারিখ (রেনবো), ১২ তারিখ (জর্জ) ও ১৬ তারিখ (পিয়ারলেস)। মহামেডান খেলবে ৫ আগস্ট (এফসিআই), ৮ তারিখ (এরিয়ান), ১১ (রেনবো) ১৭ তারিখ (জর্জ)। টিভিতে মোট ৩৬টা ম্যাচ দেখা যাবে। তিন প্রধানের ১০টা করে ম্যাচের সঙ্গে ছোট দলের বাকি ছ’টা ম্যাচ দেখাতে চায় টিভি সংস্থা। তিন প্রধানের খেলা এবার সাড়ে চারটে থেকে শুরু হবে। অর্থাৎ দিন-রাতে খেলা করার ব্যবস্থা করেছে আইএফএ। ডার্বির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে সচিব উৎপল গঙ্গোপাধ্যায় চাইছেন ডার্বি লিগ পর্যায়ের শেষের দিকে করতে। ৩ তারিখ থেকে লিগ শুরু হলেও শেষ করা হবে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। তাই আইএফএ চাইছে ডার্বি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিয়ে যেতে। যাতে লিগের আকর্ষণ শেষ পর্যন্ত ধরে রাখা যায়। ডার্বি যেদিন হোক না কেন, তা হবে যুবভারতীতে। গত কয়েকবছর যা হয়ে আসছিল শিলিগুড়িতে। গত তিনবছরের মতো এবারও ঘরোয়া লিগ স্পনসর করছে অফিসার্স চয়েস। ২০২১ পর্যন্ত লিগের টাইটেল স্পনসর থাকছে একই, অর্থাৎ অফিসার্স চয়েস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.