Advertisement
Advertisement
Pele

স্বীকৃতি দেননি কন্যাসন্তানকে, তাঁকেই সম্পত্তি দিয়ে গিয়েছেন পেলে

পেলের সম্পত্তির ৩০ শতাংশ পাবেন তাঁর স্ত্রী।

The widow of late football legend Pele will inherit 30 percent of his assets । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:March 8, 2023 2:05 pm
  • Updated:March 8, 2023 2:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের শেষে প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট পেলে (Pele)। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। পেলের সম্পত্তির জন্য আবারও ফুটবল সম্রাটের নাম চলে এসেছে শিরোনামে। এবার খবর, পেলের সম্পত্তির কিছু অংশ পাবেন তাঁর এক কন্যাসন্তন। যাঁকে পেলে কখনওই স্বীকৃতি দেননি।
খবর, ফুটবল-সম্রাটের মোট সম্পত্তির তিরিশ শতাংশ পাবেন পেলের স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি (Marcia Cibele Aoki)। ফুটবল সম্রাটের উইলে তেমনটাই লেখা রয়েছে বলে জানিয়েছেন পেলের স্ত্রী মার্সিয়া সিবেলে আওকির আইনজীবী লুইজ কিগনেল (Luiz Kignel)।

সেই আইনজীবী সংবাদসংস্থা এএফপি-কে আরও জানিয়েছেন, পেলে যে উইল করেছেন, সেখানে আরও এক মহিলার নাম থাকতে পারে। তিনি পেলের মেয়ে। জীবিত অবস্থায় সেই মেয়েকেই স্বীকৃতি দেওয়া হয়নি। 

Advertisement

[আরও পড়ুন: এপ্রিলেই শুরু সুপার কাপ, ঘোষিত সূচি, কবে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?]

পেলের স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি পাবেন একটি প্রাসাদোপম বাড়ি। সাও পাওলোর গুয়ারুজায় সমুদ্র তটের কাছে অবস্থিত এই বাড়িটি। পেলে ও তাঁর স্ত্রী থাকতেন এই বাড়িতে। পেলে উইলে এই বাড়িটিই দিয়ে গিয়েছেন স্ত্রীকে।

পেলের সম্পত্তির বাকি ৭০ শতাংশ পাবেন ফুটবল-সম্রাটের বাকি সন্তানরাও। তাঁদের মধ্যে সেই মেয়েও রয়েছে। আইনজীবী কিগনেল সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ”পেলে আরেকজন কন্যাসন্তানের ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। তাঁর ডিএনএ পরীক্ষা করা হবে। এই ডিএনএ পরীক্ষার উপরে নির্ভর করে রয়েছে সেই সন্তানের পরিচিতি।” 

[আরও পড়ুন: বুমরাহর অস্ত্রোপচার সফল, মাঠে ফিরতে লাগবে ৬ মাস]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement