Advertisement
Advertisement

Breaking News

EPL Referee

ইপিএলে ইতিহাস! প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে রেফারিং করবেন সানি গিল

রেফারিংয়ের সঙ্গে যুক্ত সানির বাবা এবং ভাইও।

Sunny Gill makes history, set to be the first Indian origin referee in EPL

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 5, 2024 10:35 am
  • Updated:March 5, 2024 4:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে (English Premier League) ইতিহাস। প্রথমবার এই লিগে ম্যাচ পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত সানি সিং গিল। লিগের তরফে বলা হয়েছে, আগামী উইকেন্ডেই ম্যাচ খেলাবেন তিনি।

রেফারিংয়ের সঙ্গেই জড়িত ভারতীয় বংশোদ্ভূত সানির গোটা পরিবার। তাঁর বাবা জার্নেল সিংয়ের জন্ম ভারতে। তিন বছর বয়সে লন্ডনে পাড়ি দেন জার্নেল। ২০০৪ থেকে সেখানে রেফারিং শুরু করেন। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে একমাত্র পাগড়ি পরা রেফারি হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন জার্নেল সিং। অবসর নেওয়ার আগে প্রায় দুশোটি ম্যাচ খেলিয়েছেন তিনি। দুই ছেলেকেও রেফারিংয়ে উৎসাহ দিয়েছেন জার্নেল। বাবার পদাঙ্ক অনুসরণ করে রেফারিং শুরু করেছেন দুই ভাই-সানি ও ভূপিন্দর।

Advertisement

[আরও পড়ুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার ৩ ছাত্রী! গ্রেপ্তার এমবিএ ছাত্র

ইতিমধ্যেই প্রিমিয়ার লিগে নাম লিখিয়ে ফেলেছেন ভূপিন্দর। অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসাবে ইংল্যান্ডের জনপ্রিয়তম লিগে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার ইতিহাস গড়তে চলেছেন ভূপিন্দরের ভাই সানি। মাঠের ধারে রেফারিং নয়, ম্যাচের প্রধান রেফারি হিসাবেই তাঁর নাম রাখা হয়েছে প্যানেলে। আগামী শনিবার লন্ডনে ক্রিস্টাল প্যালেস বনাম লুটন টাউনের বিরুদ্ধে ম্যাচ খেলাবেন তিনি (EPL Referee)। এই প্রথমবার কোনও ভারতীয় বংশোদ্ভূত রেফারি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্রধান রেফারি হিসাবে বাঁশি বাজাতে চলেছেন।

ইতিহাস গড়ে স্বভাবতই উচ্ছ্বসিত সানি। তাঁর কথায়, “আমার বাড়িতে সবসময় ফুটবল নিয়ে আলোচনা হতো। দুই ভাই ফুটবল খেলতে ভালোবাসতাম। যখন স্কুলে যেতাম তখন বন্ধুদের বলতাম যে উইকেন্ডে রেফারিং করতে নামবেন আমাদের বাবা। বন্ধুরাও বাবাকে রেফারিং করতে দেখে খুব খুশি হতো।” শুধু প্রিমিয়ার লিগে রেফারিং করাই নয়। আগামী দিনে আরও বড় স্বপ্ন রয়েছে সানির। মাত্র ১৭ বছর বয়সে রেফারিং শুরু করেছিলেন। ৩৯ বছরে এসে আরও উন্নতি করতে চান নজির গড়া ভারতীয় বংশোদ্ভূত।

[আরও পড়ুন: ইজরায়েলে মিসাইল হামলা হেজবোল্লার, মৃত ভারতীয় নাগরিক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement