ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার আইএসএল ট্রফি ঘরে তুলেছে মোহনবাগান। আর একবার ভারতসেরার মুকুট ঐতিহাসিক ক্লাবের মাথায়। আর তাই নববর্ষে ধুমধাম করেই হচ্ছে বার পুজোর আয়োজন। সেদিনই উদ্বোধন হবে চুনী গোম্বামী গেটের। কার হাতে জানেন? খোদ কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর হাজির হচ্ছেন গঙ্গাপারের ক্লাবে।
করোনা অতিমারীর জন্য গত তিন বছর সাদামাটা করেই হয়েছিল বার পুজো। যতটা সম্ভব সমর্থকদের ভিড় এড়িয়ে চলারই সিদ্ধান্ত নিয়েছিল ক্লাব। তবে এবার একেবারে অন্য ছবি ধরা পড়তে চলেছে সবুজ-মেরুন তাঁবুতে (Mohun Bagan)। যেখানে তিরাশির বিশ্বজয়ী তারকার উপস্থিতি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান- সবকিছুরই সাক্ষী থাকবেন বাগান ভক্তরা। চলুন জেনে নেওয়া যাক, কোন সময় কী আয়োজন। কারাই বা উপস্থিত থাকবেন।
এবছর পয়লা বৈশাখ পড়েছে ১৫ এপ্রিল অর্থাৎ শনিবার। সকাল সাড়ে ৯টায় হবে বার পুজো। এরপর সকাল সাড়ে ১০টায় নতুন তৈরি চুনী গোস্বামী গেটের উদ্বোধন করবেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী তথা আদ্যন্ত মোহনবাগানি বাবুল সুপ্রিয়ও। এই বিশেষ দিনে ক্লাব তাঁবুতে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রয়াত চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী, প্রখ্যাত খেলোয়াড় বলাই দে, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সুশীল সিংহ, বিক্রমজিৎ দেবনাথ, জেভিয়ার পায়াস, দিপেন্দু বিশ্বাসরা।
বেলা সাড়ে ১১টায় ক্লাবেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পারফর্ম করবে জনপ্রিয় লোকসংগীত ব্যান্ড ‘দোহার’। সব মিলিয়ে জমজমাট নববর্ষের সকাল। তবে মোহনবাগান ফুটবলারদের উপস্থিত থাকার সম্ভাবনা নেই। কারণ আপাতত কোঝিকোড়ে তাঁরা সুপার কাপে ব্যস্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.