সব্যসাচী বাগচী: ডেঙ্গি আক্রান্ত হলেন সুনীল ছেত্রীর (Sunil Chhetri) স্ত্রী সোনম। জানা গিয়েছে, ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে জাতীয় দল থেকে ছুটি নিতে পারেন ভারত অধিনায়ক, এমনটাই শোনা গিয়েছিল। এহেন পরিস্থিতিতেই ডেঙ্গিতে আক্রান্ত হন সোনম (Sonam Chhetri)। হাসপাতালে ভরতি করতে হয় তাঁকে। যদিও শোনা গিয়েছে, আপাতত সুস্থ রয়েছেন ভারত অধিনায়কের স্ত্রী। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসেই বাবা হতে পারেন সুনীল ছেত্রী, এমনটাই শোনা গিয়েছিল।
সাফ কাপ চলাকালীনই ভারত অধিনায়ক ঘোষণা করেছিলেন, তিনি বাবা হতে চলেছেন। মাঠে সেলিব্রেশনে করে এই কথা জানান সুনীল। সেই সময়ে মাঠে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী তথা প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের কন্যা। অন্তঃসত্ত্বা সোনমকে তারপর অবশ্য আর প্রকাশ্যে দেখা যায়নি। মোহনবাগান দিবসের অনুষ্ঠানে সুনীল ছেত্রী উপস্থিত থাকলেও আসতে পারেননি সোনম।
এহেন পরিস্থিতিতেই জানা যায়, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ভারত অধিনায়কের স্ত্রী। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। শোনা গিয়েছে, জাতীয় শিবির থেকে ছুটি নিয়ে অসুস্থ স্ত্রীর কাছে ছুটে গিয়েছেন ভারত অধিনায়ক। তবে সূত্রের খবর, উদ্বেগের কোনও কারণ নেই। আপাতত ভাল আছেন সোনম।
প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বাবা হতে চলেছেন বলে জানিয়েছিলেন সুনীল ছেত্রী। সেই সময়ে আয়োজিত কিংস কাপে তিনি নাও খেলতে পারেন বলেই শোনা গিয়েছিল। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। সাম্প্রতিক সময়ে দেশের হয়ে দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন সুনীল ছেত্রী। কেরিয়ারের শেষ লগ্নে এসেও ইন্টার কন্টিনেন্টাল কাপ (Inter Continental Cup), সাফ কাপে দারুণ পারফর্ম করেছেন তিনি। এশিয়ান গেমসের ভারতীয় দলে তিনজন সিনিয়রের মধ্যে তাঁর নাম রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.