সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে একটি বিতর্কিত গোল। আর তাতেই রাতারাতি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) যেন কেরলবাসীর কাছে গণশত্রুতে পরিণত হয়েছেন। কেরল ব্লাস্টার্সের যাবতীয় ভক্তকুল সুনীলকে ভিলেনের আসনে বসিয়ে কখনও তাঁর কুশপুতুল পোড়াচ্ছেন, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় তাঁকে রীতিমতো অকথ্য গালিগালাজ করা হচ্ছে। সেইসব ‘অপমান’ আর মুখ বুঝে সইতে পারলেন না ভারত অধিনায়কের স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠেছেন তিনি।
সুনীল ছেত্রীর স্ত্রী সোনম ভট্টাচার্য (Sonom Bhattacharya) ইনস্টাগ্রামে লিখছেন, “প্রতিদ্বন্দ্বিতা, ভালবাসা এবং সমর্থনের মাঝে আমরা কীভাবে সামাজিক বোধ ভুলে গেলাম? কীভাবে একে অপরের প্রতি দয়ালু হতে ভুলে গেলাম?” কেরল সমর্থকদের প্রতি সোনমের বার্তা, আশা করি এত দিনে আপনারা সবাই সব ঘৃণা, বাজে চিন্তাভাবনা এবং হতাশা সোশ্যাল মিডিয়ায় ফেলে গিয়েছেন। নিজেদের কাছের মানুষগুলোর কাছে পৌঁছে গিয়েছেন।
সোনম বরাবরই সুনীল ছেত্রীর পাশে স্তম্ভের মতো দাঁড়িয়েছেন। এবারেও সেটাই করলেন। ভারত (Indian Football Team) অধিনায়কের স্ত্রী বলছেন, আশা করি গালিগালাজ এবং হুমকি দিয়ে আপনারা যেটা চেয়েছিলেন, সেটা পেয়ে গিয়েছেন। তবে কেরল সম্পর্কে আমাদের ধারণা বদলাবে না। কেরল খুব ভাল একটা রাজ্য। তাই কোনও ধরনের ঘৃণাই আমার ধারণাকে বদলাতে পারবে না। ফুটবল মানুষকে আবেগপ্রবণ করে তোলে। কিন্তু ম্যাচ শেষে ভদ্রতা দেখানো উচিত।”
উল্লেখ্য, আইএসএলের প্রথম প্লে-অফে বেঙ্গালুরু (Bengaluru) বনাম কেরালা (Kerala Blasters) ম্যাচে সুনীল ছেত্রীর করা একটি গোল নিয়ে তীব্র বিতর্ক হয়ে গিয়েছে ভারতীয় ফুটবলে। এরকম গোল বিদেশি লিগে আমরা হামেশাই দেখি। কিন্তু ভারতীয় ফুটবলে (Indian Football) সাধারণত রেফারিরা এরকম সাহসী সিদ্ধান্ত নিতে পারেন না বলেই রেফারির বাঁশি বাজার আগে ফ্রিকিকে গোল দেখতে পাই না। বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri ) ফ্রিকিকে ফিফার নিয়মটি কাজে লাগিয়ে ম্যাচের ৯৭ মিনিটে গোল করতেই প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যান কেরল ফুটবলাররা। তাতে অবশ্য রেফারি সিদ্ধান্ত বদলাননি। ম্যাচ জেতে বেঙ্গালুরু। তারপর থেকেই বিতর্ক চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.