Advertisement
Advertisement

Breaking News

Sunil Chhetri

সেপ্টেম্বরে বাবা হচ্ছেন, কিংস কাপে নাও খেলতে পারেন সুনীল ছেত্রী

ওই এক মাস আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ঘনিষ্ঠ মহলে বলেছেন ভারত অধিনায়ক।

Sunil Chhetri may not be available for Kings Cup | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 5, 2023 1:40 pm
  • Updated:August 5, 2023 1:40 pm  

স্টাফ রিপোর্টার: আগামী সেপ্টেম্বরে বাবা হচ্ছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তাই সেই সময় ভারতের হয়ে কিংস কাপে তাঁকে খেলতে না-ও দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, কিংস কাপের সময় ছুটি চেয়ে AIFF-এর কাছে আবেদন জানাতে পারেন ভারত অধিনায়ক।

সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে থাইল্যান্ডে শুরু হচ্ছে কিংস কাপ (Kings Cup)। কিংস কাপে সুনীলকে দলে রাখা হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও প্রাথমিকভাবে ভারত অধিনায়ককে দলে রেখেই আপাতত দল সাজাচ্ছে ভারতীয় থিংকট্যাঙ্ক। যদিও সুনীলের খেলা না খেলা, পুরোটাই নির্ভর করছে তাঁর নিজের সিদ্ধান্তের উপর। এই বিষয়ে তাঁর উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিয়েছেন কোচ ইগর স্টিমাচ। সুনীল নিজেও ঘনিষ্ঠমহলে বলেছেন, সেপ্টেম্বর মাসটা তাঁর কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ।

Advertisement

[আরও পড়ুন: ‘ED ডাকবে না’! নুসরতের কোটি কোটি টাকার ফ্ল্যাট কেলেঙ্কারিতে মুখ খুললেন স্বামী যশ]

সাম্প্রতিক সময়ে দেশের হয়ে দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন সুনীল ছেত্রী। কেরিয়ারের শেষ লগ্নে এসেও ইন্টার কন্টিনেন্টাল কাপ (Inter Continental Cup), সাফ গেমসে দারুণ পারফর্ম করেছেন তিনি। এশিয়ান গেমসের ভারতীয় দলে তিনজন সিনিয়রের মধ্যে তাঁর নাম রয়েছে। ৩৮ বছর বয়সে সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে সুনীলই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

[আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?]

সাফের (SAFF) সময়ই তাঁর বাবা হওয়ার খবর, সেলিব্রেশনের মাধ্যমে প্রকাশ‌্যে আনেন ভারত অধিনায়ক। সেপ্টেম্বরের ৭-১১ তারিখ থাইল্যান্ডে কিংস কাপ অনুষ্ঠিত হতে চলেছে। কিছুদিন আগে মোহনবাগান দিবসে কলকাতায় এসেছিলেন সুনীল। সেই অনুষ্ঠানেও স্ত্রী সোনমকে আনতে পারেননি তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement