Advertisement
Advertisement
Vishal Kaith

জাতীয় দল নিয়ে না ভেবে শুধু খেলে যাক, ‘ব্রাত্য’ কাইথকে বার্তা সুব্রত পালের

'নব্বই মিনিটে নিজেকে উজাড় করে দাও', বিশাল কাইথকে পরামর্শ জাতীয় দলের প্রাক্তন গোলকিপারের।

Subrata Paul sends a special advice for Mohun Bagan Goalkeeper Vishal Kaith
Published by: Arpan Das
  • Posted:August 24, 2024 2:30 pm
  • Updated:August 24, 2024 2:31 pm

সুব্রত পাল: মোহনবাগান ডুরান্ড কাপের সেমিফাইনালে ওঠার পর বিশাল কাইথকে নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। ওর ইন্টার কন্টিনেন্টাল কাপের সম্ভাব্য ভারতীয় দলে ডাক না পাওয়া নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন শুনলাম। এই দুটো বিষয় নিয়েই কয়েকটি কথা বলার আছে। আমি মনে করি বিশালের যা সাম্প্রতিক পারফরম্যান্স, তাতে ওর জাতীয় দলে ডাক পাওয়া উচিত। কিন্তু ও যদি সেই ডাক না পাওয়া নিয়ে খুব বেশি মাথা ঘামায়, তাহলে কিন্তু উল্টো প্রভাব পড়বে পারফরম্যান্সে। সিনিয়র হিসাবে আমি একটাই পরামর্শ দেব। জাতীয় দলে ডাক পাওয়া কিংবা না পাওয়া নিয়ে একদম মাথা ঘামানো উচিত নয়। বরং আমি মনে করি, একজন ফুটবলার যদি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে, তাহলে সে ডাক পেতে বাধ্য। সে ক্লাব দলই হোক কিংবা জাতীয় দল।
আর আমার দ্বিতীয় বক্তব‌্য হল, ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে বিশালের টাইব্রেকার সেভ নিয়ে এত আলোচনারও দরকার নেই। একজন গোলকিপারের কাজই হল, গোল বাঁচিয়ে দলের জয়কে বাঁচানো বা জেতানো। বিশাল সেই কাজটাই করেছে। তাই বলব, এখনই উচ্ছ্বাসে ভাসার কোনও প্রয়োজন নেই। বরং নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, টাইব্রেকার সেভের উচ্ছ্বাস কিংবা জাতীয় দলে ডাক না পাওয়ার খারাপ লাগাকে সরিয়ে ও অনুশীলনে নজর দিক। একজন প্লেয়ারের কাছে অনুশীলনই একমাত্র পথ নিজের ভুল শুধরোনোর। বিশালের যা বয়স, এখনও বেশ কয়েক বছর জাতীয় দলে খেলতে পারবে। আমি জোর দিয়ে বলতে পারি, ধারাবাহিকতা দেখাতে পারলে সুযোগ আসবেই। শুধু ধৈর্য ধরতে হবে।

[আরও পড়ুন: ‘মিস ইউ গব্বর’, ধাওয়ানের অবসরে শুভেচ্ছা গম্ভীর-হরভজনদের, নেটদুনিয়ায় আবেগী ভক্তরা]

আমি নিজে জাতীয় দলে দীর্ঘদিন খেলেছি। তাই বিষয়টা আমার কাছে পরিষ্কার। বিশালকে বলতে পারি, তোমাকে জাতীয় দলে না ডাকে তাহলে তো তোমার কিছু করার নেই। ওটা তোমার হাতে নেই। আর যেটা তোমার হাতে নেই, সেটা নিয়ে অহেতুক ভাবারও অর্থ নেই। শুধু মাথায় রাখতে হবে, আগামী যে ম্যাচটায় তুমি নব্বই মিনিটের জন্য সুযোগ পাচ্ছো, সেই নব্বই মিনিটে নিজেকে উজাড় করে দাও। সেই সময়টা উপভোগ কর। আমরা ভাগ্যবান যে, ছোটবেলার ভালোবাসাই শেষে আমাদের পেশা হয়েছে। অর্থাৎ–খেলা। তাই বিশালকে বলছি, তোমার সময় ফুরিয়ে যায়নি। আমাদের আগে পিটার থঙ্গরাজ, ভাস্কর গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া, আইএম বিজয়নরা দীর্ঘদিন ধারাবাহিকতা দেখিয়েছেন। তাই তাঁদের নিয়ে আলোচনা হয় আজও। তোমাকেও সেই ধারাবাহিকতার রাস্তাতেই হাঁটতে হবে। আর তোমার ধারাবাহিকতাই জাতীয় দলের কোচকে বাধ্য করবে টিমে ডাকতে।
(লেখা সাক্ষাৎকারভিত্তিক)

Advertisement

[আরও পড়ুন: খুনের মামলার বিচারের জন্য পাক সিরিজের মাঝপথেই দেশে ফেরাতে হবে শাকিবকে, দাবি বাংলাদেশে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement