সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের মরশুমে আইএসএল প্লে অফের দোরগোড়ায় গিয়েও ফিরে আসতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ায় হতাশা কিছুটা কেটেছে লাল-হলুদ সমর্থকদের। সেই সঙ্গে বেড়েছে প্রত্যাশাও। এবার আইএসএলের প্লে অফে খেলে গত কয়েক মরশুমের ব্যর্থতা ভুলে নতুন লক্ষ্যে এগিয়ে যেতে চাইবে ইস্টবেঙ্গল। সেই অনুযায়ী ঢেলে দল সাজিয়েছে তারা।
শক্তি: সাফল্যের লক্ষ্যে অনেকটা আগেই প্রি সিজন শুরু করেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। দলে এসেছেন নতুন তারকা। গত মরশুমে আইএসএলের সেরা স্ট্রাইকার দিমিত্রিয়সকে মুম্বই সিটি থেকে এবং সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা মাদিহ তালালকে পাঞ্জাব এফসি থেকে দলে আনা হয়েছে। দুজনেই ভারতীয় ফুটবলের সঙ্গে যথেষ্ট সড়গড়। এছাড়া ক্লেটন সিলভা, সল ক্রেসপো, হিজাজি মাহেররা তো আছেনই। রক্ষণে হিজাজির সঙ্গে ভরসা দেবেন মোহনবাগান থেকে আসা হেক্টরও। আক্রমণে শক্তি জোগাবেন নন্দকুমার, মহেশ, ডেভিডরা। নতুন সই করা ফুটবলারদের মধ্যে অবশ্যই আসবে মিডফিল্ডার জিকসন সিংয়ের নাম।
দুর্বলতা: শক্তিশালী দল গঠন করেও মরশুমটা ভালোভাবে শুরু হয়নি লাল-হলুদের। প্রথমে এসিএল-২র গ্রুপ পর্বের খেলার সুযোগ হাতছাড়া হয়েছে। তার পর বিদায় নিতে হয়েছে ডুরান্ড কাপ থেকেও। দলের মধ্যে ভারসাম্যের অভাব চোখে পড়েছে। ডিফেন্সে দুই বিদেশি স্টপার শক্তিশালী হলেও, সাইড ব্যাকরা এখনও সেরাটা দিতে পারেননি। মোহনবাগান থেকে নেওয়া আনোয়ার আলি থাকলে হয়তো সেটা মেরামতের সুযোগ পেতেন। কিন্তু ভারতীয় ডিফেন্ডার নির্বাসনে থাকায় বিপদ বাড়ল কুয়াদ্রাতের।
কোচ: কার্লেস কুয়াদ্রাত
নজরে কোন কোন ভারতীয়?
জিকসন, ডেভিড, সায়ন।
প্রথম ম্যাচ: ১৪ সেপ্টেম্বর, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, বেঙ্গালুরুতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.