Advertisement
Advertisement
Stephen Constantine

ইস্টবেঙ্গল থেকে সোজা পাকিস্তানে! পাক জাতীয় দলের কোচ হলেন কনস্ট্যান্টাইন

স্টিফেনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে পাক দল।

Stephen Constantine takes charge of Pakistan football team | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 30, 2023 6:30 pm
  • Updated:September 30, 2023 6:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ফুটবল দলের কোচ হলেন স্টিফেন কনস্ট্যান্টাইন। কম্বোডিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে খেলার আগে স্টিফেনকে কোচ হিসাবে ঘোষণা করল পাকিস্তান ফুটবল ফেডারেশন (Pakistan Football Federation)। দক্ষিণ এশিয়ার ফুটবলে তাঁর বিস্তর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে পাকিস্তান দল।

স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine) ভারতীয় ফুটবলে পরিচিত নাম। দু’দফায় জাতীয় দলের কোচ হিসাবে বহু সাফল্য এনে দিয়েছেন তিনি। ১৭৬ নম্বর থেকে ভারতীয় দলকে ফিফা ক্রমতালিকায় ৯৬ নম্বরে তুলে আনেন তিনি। যা বিরাট বড় সাফল্য হিসাবে দেখা হয়। শুধু ভারত নয়, নেপালের কোচ হিসাবেও সফল স্টিফেন। তিনি নেপাল দলকেও ফিফা ক্রমতালিকায় প্রথম একশোতে তুলে আনেন।

[আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অঝোরে বৃষ্টি, সপ্তাহান্তে পণ্ড হবে পুজোর শপিং?]

তবে কোচ হিসাবে স্টিফেনের সর্বশেষ অধ্যায় একেবারেই ভাল ছিল না। শেষবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গলে কোচিং করিয়েছেন তিনি। লাল-হলুদের কোচ হিসাবে একরাশ ব্যর্থতাই তাঁর সঙ্গী হয়েছে। একে তো দল একেবারেই লিগ টেবিলের তলানিতে শেষ করেছে, তার উপর আবার একের পর এক বিতর্কিত বয়ানে স্টিফেন নিজে বিতর্কে জড়িয়েছেন। একটা সময় রীতিমতো সমর্থকদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন তিনি।

[আরও পড়ুন: এবার কুপওয়ারা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম দুই জঙ্গি]

ইস্টবেঙ্গলের (East Bengal) শেষ বিতর্কিত অধ্যায় ভুলে এবার পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন স্টিফেন। আপাতত তাঁকে কম্বোডিয়া ম্যাচের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। কতদিনের চুক্তি করা হচ্ছে, সেটা এখনও স্পষ্ট নয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement