সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপে ভারতের কাছে হার মেনেছে বাবর আজমের পাকিস্তান। তার পরেই ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম তীব্র সমালোচিত হয়েছেন। প্রাক্তন ক্রিকেটাররা বাবর আজমকে ভীতু অধিনায়ক বলে উল্লেখ করেন।
২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পাকিস্তান ফুটবল দল অবশ্য জয়ের মুখ দেখেছে। দীর্ঘদিন বাদে পাকিস্তানের এই জয়ের পিছনে রয়েছেন স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine)।
ভারতের প্রাক্তন কোচ ছিলেন তিনি। কোচিং করিয়েছেন ইস্টবেঙ্গলেও। সেই কনস্ট্যানটাইন এখন পাকিস্তানের (Pakistan Football Team) জাতীয় দলের কোচ। তাঁর কোচিংয়েই ইতিহাস গড়ল পাকিস্তান ফুটবল দল। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পাকিস্তান ১-০ গোলে হারাল কাম্বোডিয়াকে। ম্যাচটা ছিল জিন্নাহ স্টেডিয়ামে। ২০১৫ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে ফুটবল ম্যাচ হল। কাম্বোডিয়াকে হারিয়ে পাকিস্তান দ্বিতীয় রাউন্ডে পৌঁছল। গ্রুপ জি-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে সৌদি আরব, জর্ডন এবং তাজিকিস্তান।
প্রথম সাক্ষাতে পাকিস্তান ও কাম্বোডিয়ার খেলা গোলশূন্য ভাবে শেষ হয়েছিল। দ্বিতীয় সাক্ষাতে শেষ হাসি তোলা থাকে পাকিস্তানের জন্য। ৬৮ মিনিটে হারুন হামিদির ভলিতে এগিয়ে যায় পাকিস্তান। সেই গোল আর শোধ করতে পারেন কাম্বোডিয়া। ২০১৮ সালের পর থেকে কোনও ম্যাচ জেতেনি পাকিস্তান।
২০২৩-এর অক্টোবরে এসে প্রথম জয় পেল পাকিস্তান। কনস্ট্যানটাইন এর জন্য কৃতিত্ব দাবি করতেই পারেন। যে দল এতবছর জয়ের মুখ দেখেনি, দায়িত্ব নিয়ে সেই দলকেই বদলে দিলেন কনস্ট্যানটাইন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.