আপুইয়া মোহনবাগানেই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিকানা বদলাচ্ছেন আপুইয়া (Apuia)। মুম্বই থেকে আসছেন কলকাতায়। মোহনবাগানের (Mohun Bagan) জার্সিতে মাঠ মাতাবেন এই মিজো ফুটবলার। তাঁর সঙ্গে সবুজ-মেরুন কর্তাদের কথা চূড়ান্ত হয়ে গিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা কেবল সময়ের অপেক্ষা। ইস্টবেঙ্গলের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। কিন্তু সবুজ-মেরুন শিবির আপুইয়াকে তুলে নিয়ে টেক্কা দেয় লাল-হলুদ ব্রিগেডকে।
আইএসএলের ফাইনালে মুম্বই মাঝমাঠে দাপটের সঙ্গে খেলেন আপুইয়া। তাঁর দাপটের কাছে ম্লান হয়ে যান জনি কাউকোরা। মাঝমাঠের রাশ কার্যত একার হাতে তুলে নেন আপুইয়া। দুরন্ত আপুইয়া নজরে পড়ে যান মোহনবাগান কর্তাদের। এদিকে মুম্বই সিটিও তাঁকে দলে রাখতে চেয়েছিল। কিন্তু ছকোটির কাছাকাছি বেতন পাবেন তিনি। দিতে হবে মোটা অঙ্কের ট্রান্সফার ফিও।
এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলবে মোহনবাগান। তার জন্য শক্তিশালী দল গড়ছে সবুজ-মেরুন। দিনকয়েক আগে মোহনবাগান ঘোষণা করেছে হাবাসের পরিবর্তে নতুন মরশুমে দলকে কোচিং করাবেন হোসে মোলিনা। অস্ট্রেলিয়ার এ লিগের তারকা স্ট্রাইকার জেম ম্যাকলারেনের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছে মোহনবাগান। মোলিনার পছন্দসই বিদেশি আসবে বাগানে। তার উপরে জাতীয় দলের তারকা ফুটবলাররা তো রয়েছেনই। আপুইয়ার অন্তর্ভুক্তি যে মোহনবাগানকে আরও শক্তিশালী করবে, তা বলাই বাহুল্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায়, কেন্দ্রীয় চুক্তি থেকে সরলেন উইলিয়ামসন
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.