Advertisement
Advertisement

Breaking News

East Bengal

‘আবদার’ রাখলেন অরূপ, ইস্টবেঙ্গলের জয়ের ট্রফি হাতে নিয়ে মহিলাদের শুভেচ্ছা ক্রীড়ামন্ত্রীর

মশাল গার্লসকে অতিরিক্ত ১২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার।

Sports Minister Arup Biswas receives the IWL trophy on behalf of East Bengal

ছবি অমিত মৌলিক

Published by: Prasenjit Dutta
  • Posted:April 18, 2025 8:29 pm
  • Updated:April 18, 2025 10:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ওড়িশা এফসি’কে হারিয়ে IWL চ্যাম্পিয়ন হয় লাল-হলুদের মহিলা বাহিনী। এক ম্যাচ বাকি থাকতেই খেতাব নিশ্চিত করেছিল মশাল গার্লস। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার চেয়েছিলেন, বাংলার হয়ে এই ভারতসেরা ট্রফি গ্রহণ করুন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই ডাকে সাড়া দিয়ে ইস্টবেঙ্গল মাঠে হাজির হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী।

Advertisement

এদিনের ম্যাচটি যদিও ছিল নিয়মরক্ষার। তবে ঘরের মাঠে খেলা ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কোনওরকম ঢিলেমি ছিল না লাল-হলুদের খেলাতেও। ঘরের মাঠের দর্শকদের সামনে উজ্জীবিত ফুটবল খেলে তারা। গোকুলাম কেরালাকে একেবারেই দাঁত ফোটাতে দেননি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। প্রথমার্ধেই বিপক্ষের ডিফেন্সে রীতিমতো ঝড় তোলেন তাঁরা। প্রথম গোলের দেখা মেলে ২৭ মিনিটে। গোল ঘানার ফুটবলার এলশাদাই আচেম্পংয়ের। ৩৭ মিনিটে ফের গোল করে মশাল গার্লসদের ২-০ গোলে এগিয়ে দেন এলশাদাই। ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল সৌম্য গুগুলোথের। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল। 

Sports Minister Arup Biswas receives the IWL trophy on behalf of East Bengal
ছবি: অমিত মৌলিক

প্রথমবার মহিলাদের আই লিগ জিতে নিয়েছে ইস্টবেঙ্গল। এর সঙ্গে তারা এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও অর্জন করেছে। মাঠে বসে ম্যাচ উপভোগ করলেন ইস্টবেঙ্গলের পুরুষ দলের কোচ অস্কার ব্রুজোও। তবে সকলের নজর ছিল পুরস্কার বিতরণী মঞ্চের দিকে। ক্লাবের আবদার পূরণ করে হাজির হন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর হাতে ট্রফি তুলে দেন লাল-হলুদের মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। উল্লেখ্য, পয়লা বৈশাখে ইস্টবেঙ্গল ক্লাবে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী। ইস্টবেঙ্গলের আজীবন সদস্যপদও রয়েছে তাঁর। এবার ক্রীড়ামন্ত্রীর হাতে ট্রফি তুলে দিয়ে সম্মান দিল লাল-হলুদ শিবির।

Sports Minister Arup Biswas receives the IWL trophy on behalf of East Bengal
ছবি: অমিত মৌলিক

IWL চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গল মহিলা দলকে অতিরিক্ত ১২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। এমনিতে আই লিগ জেতার জন্য তারা পেয়েছিল ১০ লক্ষ টাকা। তার উপর ‘বোনাস’ পেয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল প্রমীলাবাহিনী। ম্যাচের পর মুরারী লাল লোহিয়া অধিনায়ক এবং কোচের হাতে এই চেক তুলে দেন।

Sports Minister Arup Biswas receives the IWL trophy on behalf of East Bengal
ছবি: অমিত মৌলিক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub