Advertisement
Advertisement
Pritam Kotal

মোহনবাগানে ফিরছেন ‘ঘরের ছেলে’! প্রীতমের প্রত্যাবর্তন নিয়ে তুঙ্গে জল্পনা

দীপক টাংরির সঙ্গে সোয়াপ ডিলে মোহনবাগানে ফিরছেন প্রীতম?

Speculation sparks over Pritam Kotal's come back to Mohun Bagan

বাগানে ফিরছেন প্রীতম!

Published by: Krishanu Mazumder
  • Posted:September 2, 2024 3:54 pm
  • Updated:September 2, 2024 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাস ডেস্ক: জার্সির রং কি বদলাতে চলেছে প্রীতম কোটালের? বঙ্গতনয়কে ঘিরে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে তাঁর জার্সির রং বদলাতে চলেছে। কেরল ব্লাস্টার্সের হলুদ জার্সির পরিবর্তে সবুজ-মেরুন জার্সি পরতে চলেছেন প্রীতম কোটাল (Pritam Kotal)। প্রীতম মোহনবাগানে ফিরলে রক্ষণের শক্তি যে আরও বাড়বে তা বলে দেওয়াই যায়।
একসময়ে মোহনবাগানের ঘরের ছেলে বলে পরিচিত ছিলেন প্রীতম কোটাল। সেই প্রীতম মোহনবাগান ছেড়ে চলে গিয়েছিলেন কেরল ব্লাস্টার্সে। কিন্তু নতুন মরশুমে পরিস্থিতি বদলে যেতে চলেছে। সব ঠিকঠাক থাকলে প্রীতম কোটালের ঠিকানা বদলাচ্ছে। কেরল ছেড়ে বাগানে আসতে চলেছেন তিনি বলেই জোর জল্পনা।
কিন্তু প্রীতম কার জায়গায় আসছেন দলে?

[আরও পড়ুন: জোড়া গোলে ফর্মে ফিরলেন এমবাপে, লা লিগায় জয়ের সরণিতে রিয়াল মাদ্রিদও]

Advertisement

শোনা যাচ্ছে, দীপক টাংরিকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান। সম্ভবত তাঁর নতুন গন্তব্য হতে চলেছে কেরল ব্লাস্টার্স। অর্থাৎ সোয়াপ ডিলের মাধ্যমে প্রীতম কেরল থেকে ফিরছেন মোহনবাগানে। আর দীপক টাংরি যাচ্ছেন কেরল ব্লাস্টার্সে। দুই ফুটবলারকে নিয়ে এরকম  জল্পনাই তুঙ্গে ময়দানে। ডুরান্ড কাপের শেষ আপাতত নিস্তরঙ্গ ময়দান। কিন্তু দুই তারকা ফুটবলারকে নিয়ে ময়দান ফুটছে। ফুটবলপ্রেমীরাও এই সোয়াপ ডিলের দিকেই লক্ষ্য রাখছেন। কলকাতা ময়দান এবং মোহনবাগান প্রেমীরা তাকিয়ে ঘরের ছেলের ঘরে প্রত্যাবর্তনের দিকেই। 

[আরও পড়ুন: প্যারালিম্পিকে ফের সাফল্য ভারতের, পুরুষদের ডিসকাস থ্রোয়ে রুপো যোগেশ কাঠুনিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement