Advertisement
Advertisement

Breaking News

Spain World Cup

বিশ্বজয়ের আনন্দ বদলে গেল বিষাদে, বাবার মৃত্যুসংবাদ পেলেন স্পেনের একমাত্র গোলদাতা

অধিনায়কের একমাত্র গোলেই প্রথমবার বিশ্বকাপ জেতে স্পেন।

Spain goal scorer, captain gets the news of father's death after winning World Cup | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 21, 2023 12:15 pm
  • Updated:August 21, 2023 12:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার দেশকে ফুটবল বিশ্বকাপ (FIFA Women’s World Cup) এনে দিয়েছেন। তাঁর গোলেই ট্রফি জিতেছে স্পেন। কিন্তু বিশ্বজয়ের দিনেই দুঃসংবাদ পেলেন স্পেনের (Spain) মহিলা ফুটবল দলের অধিনায়ক ওলগা কারমোনা। ফাইনাল জিতেও বাবার মৃত্যুসংবাদ পেলেন তিনি। বিশ্বকাপের পদক হাতে নিয়ে প্রয়াত বাবার জন্য আবেগঘন বার্তা দিয়েছেন ওলগা। প্রসঙ্গত, এই প্রথমবার মহিলাদের ফুটবল বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছেন স্পেনের মহিলা ব্রিগেড। 

স্প্যানিশ ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ওলগার বাবা। দীর্ঘদিন ধরে যমে মানুষে টানাটানির পর রবিবারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঘটনাচক্রে, তাঁর মৃত্যুর কয়েক মিনিট আগেই গোল করে দলকে এগিয়ে দিয়েছেন ওলগা। কিন্তু মেয়ের বিশ্বজয় আর দেখে যেতে পারেননি তাঁর বাবা। বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার আগেই ওলগার বাবা প্রয়াত হন।

Advertisement

[আরও পড়ুন: ‘জোটে লাভ নেই, নির্দিষ্ট ইস্যু নিয়ে জনতার কাছে যেতে হবে’, INDIA-র সমালোচনায় পিকে ‘স্যর’]

ম্যাচ চলাকালীন বাবার মৃত্যুর খবর ওলগাকে জানাতে চায়নি তাঁর পরিবার। ম্যাচের শেষে খবর পান স্প্যানিশ অধিনায়ক। স্বভাবতই ভেঙে পড়েন ২৩ বছর বয়সি তারকা ফুটবলার। বিশ্বকাপ জয়ের পদক গলায় ঝুলিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানেই বাবার জন্য আবেগঘন বার্তা দেন ওলগা। লেখেন, “খেলা শুরু হওয়ার আগেও তুমি আমার সঙ্গে ছিলে। তুমিই আমাকে বিশ্বজয়ের জন্য তৈরি করেছিলে। আজ রাতে তুমি আমাকে দেখতে পাচ্ছ। আমি জানি, আমাকে নিয়ে তুমি গর্বিত। শান্তিতে ঘুমোও বাবা।” 

[আরও পড়ুন: ‘যা করেছি, বেশ করেছি! মোটেও অনুতপ্ত নই’, নিজের কৃতকর্ম নিয়ে মুখ খুললেন হরমন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement