Advertisement
Advertisement

প্র্যাকটিস ম্যাচে গোল সোনির, স্বস্তিতে মোহনবাগান সমর্থকরা

ফিটনেস নিয়ে চিন্তা নেই।

Sony Norde scores goal for Mohun Bagan in practice match
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 30, 2018 4:43 pm
  • Updated:October 30, 2018 4:43 pm  

স্টাফ রিপোর্টার : ভিনি ভিডি ভিসি। এলেন। দেখলেন। জয় করলেন। সোনি নর্ডিকে নিয়ে চোখ বন্ধ করে এই লাইন বলে দেওয়া যায়।

এবছরের মতো উমা বিদায় নিয়েছে। শহরের আকাশে-বাতাশে তখন বিষাদের সুর। ২১ অক্টোবর গভীর রাতে শহরে পা রেখেছিলেন সোনি নর্ডি। গত বছর মাঝ মরসুমে চোট পেয়েছিলেন হাইতি ম্যাজিশিয়ান। জানুয়ারিতে চোখের জলে কলকাতাকে বিদায় জানিয়েছিলেন সোনি। তাঁর জন্য কেঁদেছিলেন বাগান সমর্থকরাও। তারপর থেকে ছিল নিজেকে ফিরিয়ে আনার লড়াই। এবছরই কি ফের সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে সোনি নর্ডিকে? নাকি আইএসএলের কোনও দলে যোগ দেবেন তিনি? তা নিয়ে জল্পনার শেষ ছিল না। কিন্তু অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে সেই মোহনবাগানেই ফিরলেন হাইতি ম্যাজিশিয়ান। গভীর রাতে তাঁকে বরণ করতে কলকাতা বিমানবন্দরে আবেগে ভেসে গিয়েছিলেন মোহনবাগান সমর্থকরা। কিন্তু এতকিছুর পরেও সোনিকে দলে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন সদ্য মোহনবাগান সদস্যদের হাতে প্রত্যাখ্যাত হওয়া কয়েকজন কর্তা। প্রশ্ন ছিল ফিটনেস নিয়েও। কিন্তু মাঠেই সব প্রশ্নের জবাব দিলেন সোনি নর্ডি।

Advertisement

[ মোহনবাগানের নতুন কমিটির প্রথম সভা বুধবার, সভাপতির নাম নিয়ে জল্পনা]

সোমবারই প্রথম বল নিয়ে প্র‌্যাকটিস করেছিলেন। চোট কাটিয়ে মঙ্গলবারই খেললেন প্রথম প্র‌্যাকটিস ম্যাচ। ম্যাচে  বাঁদিক থেকে কাট করে সেই চেনা স্টাইলে অনবদ্য গোল। তাতেই মুগ্ধ সকলে। মেহতাব তো বলেই ফেললেন, “সবে তো ট্রেলার। পিকচার অভি বাকি হ্যায়।” বুধবার কালীঘাট মিলন সংঘের সঙ্গে আরও একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে মোহনবাগান। লক্ষ্য ফিট হয়ে ওঠার জন্য সোনিকে আরও সুযোগ করে দেওয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement