Advertisement
Advertisement

পোগবার বিকল্প খুঁজে নিল মোহনবাগান, নতুন বছরে সবুজ-মেরুন জার্সিতে সার্বিয়ান স্লাভকো

চেন্নাইয়িনের হয়ে আইএসএলে খেলেছেন এই ডিফেন্ডার।

Slavko Damjanovic is in Mohun Bagan in place of Florentin Pogba । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 21, 2022 4:47 pm
  • Updated:December 21, 2022 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক প্রত্যাশা নিয়ে মোহনবাগানে (Mohun Bagan) সই করেছিলেন ফ্লোরেন্তিন পোগবা। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি, উলটে পল পোগবার দাদার জায়গায় নতুন বিদেশি খুঁজে নিল সবুজ-মেরুন ব্রিগেড। ফেরান্দোর (Juan Ferrando) দল বেছে নিল আইএসএল খেলা বিদেশিই।  

নতুন বছরে সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে স্লাভকো ডামজানোভিচকে। চোট পেয়ে দেশে ফিরে যাওয়া ফ্লোরেন্তিন পোগবার জায়গায় নেওয়া হল অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।  

Advertisement

[আরও পড়ুন: মার্টিনেজের হাতে পুতুল এমবাপে, ফরাসি তারকাকে বিদ্রুপ করেই চলেছেন আর্জেন্টাইন গোলকিপার]

 

সার্বিয়ান সুপার লিগের ক্লাব নোভি পাজারের হয়ে খেলছিলেন তিনি। সেখান থেকেই যোগ দিচ্ছেন ফেরান্দোর ব্রিগেডে। জানুয়ারির প্রথম সপ্তাহে বিদেশি ফুটবলারদের দলবদলের নতুন জানালা খোলার পরই সবুজ-মেরুন জার্সি পরে অনুশীলনে নামবেন তিনি। তিরিশ বছর বয়সী এই ডিফেন্ডারকে বেছে নেওয়ার কারণ তাঁর ইন্ডিয়ান সুপার লিগে খেলার অভিজ্ঞতা। ২০২১-২২ মরশুমে তিনি আইএসএলের ক্লাব চেন্নাইয়িন এফসি-তে খেলেছেন। স্লাভকো দলে আসায় মোহনবাগান রক্ষণের শক্তি আরও বাড়বে। 

চোট সমস্যায় ফিরে গিয়েছিলেন পোগবা। তাঁর অস্ত্রোপচার হয়েছে। পল পোগবার দাদা মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার পরে একাধিক অধিনায়ক বেছে নিয়েছিলেন ফেরান্দো। সেই অধিনায়কদের মধ্যে ছিলেন ফ্লোরেন্টিন পোগবাও। কিন্তু তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই মরশুমের মাঝপথে পোগবার সঙ্গে সম্পর্ক ছেদ করা হল। সার্বিয়ান ডিফেন্ডারের দলে যোগ দেওয়ার অপেক্ষায় সবুজ-মেরুন ব্রিগেড। এদিকে জনি কাউকোরও চোট। আর সেই চোটের জন্য কাউকোর পক্ষে বাকি টুর্নামেন্টে আর পাওয়া যাবে না। চোট সমস্যার লাল চোখ দেখছে মোহনবাগান। ফেরান্দোর দলের পয়েন্ট এখন ২০। খেলেছে ১০ টি ম্যাচ। লিগ তালিকায় তিন নম্বরে ফেরান্দোর দল।  চলতি মাসের ২৪ তারিখ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামছে মোহনবাগান। 

 

[আরও পড়ুন: ‘আমরাই চ্যাম্পিয়ন, সব লেখা হয়ে গিয়েছে’, ফাইনালের আগে স্ত্রীর সঙ্গে ডি মারিয়ার চ্যাট প্রকাশ্যে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement