Advertisement
Advertisement
Rajasthan FC

রাজস্থান এফসি-র মালিকানার দায়িত্বে শ্রাচী স্পোর্টস, আসতে পারেন পর্তুগিজ কোচ

ভারতীয় ফুটবলের জন্য সুখবর নিয়ে এল শ্রাচী স্পোর্টস।

Shrachi Sports confirms the ownership Rajasthan FC of I league club
Published by: Krishanu Mazumder
  • Posted:July 5, 2024 8:27 pm
  • Updated:July 5, 2024 9:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগের দল রাজস্থান এফসি-র মালিকানা গ্রহণ করল শ্রাচী স্পোর্টস (Shrachi Sports)। সংস্থার কর্ণধার রাহুল টোডি এবিষয় নিশ্চিত করলেও চুক্তির গোটা বিষয় সম্পর্কে এখনই কোনও মন্তব্য করতে চাননি। এদিকে সূত্রের খবর, নতুন মরশুমের জন্য একজন পর্তুগিজ কোচের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত ক্লাবটির। 
সময়টা ভালো যাচ্ছিল না রাজস্থান এফসির (Rajasthan FC) তাদের। আর্থিক সঙ্কটের লাল চোখ দেখছিল ক্লাব। ফুটবলাররা বেতন পাচ্ছিলেন না ঠিকমতো। ফলে অসন্তোষ ঘণীভূত হচ্ছিল খেলোয়াড়দের মনে। অনেকে ফুটবলারই নালিশ জানায়। ট্রান্সফার ব্যানের আওতায় পড়েছিল ক্লাব। পরিস্থিতি খারাপের দিকেই এগোচ্ছিল।

[আরও পড়ুন: ‘ফাইনালের আগে আত্মবিশ্বাসী ছিলাম না’, প্রধানমন্ত্রী মোদির কাছে ফাঁস কোহলির]

এই অবস্থায় এগিয়ে এল শ্রাচী স্পোর্টস।  ক্লাবের মালিকানা গ্রহণ করেন কর্ণধার রাহুল টোডি। তিনি দায়িত্ব নেওয়ায় রাজস্থান এফসির উপর থেকে কালো মেঘ সরে যাব বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল। অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠে রাজস্থানে আবার খোলা হাওয়া বইবে। ভারতীয় ফুটবলের জন্যও ভালো খবর বয়ে আনল শ্রাচী স্পোর্টস। 
আগামী মরশুমের দিকে তাকিয়ে এখন থেকেই যে উদ্যোগ নিল শ্রাচী স্পোর্টস তা বলে দেওয়াই যায়। কারণ ফুটবল মরশুম শুরু হতে চলেছে। তার জন্য এখন থেকেই দলগঠনের উপরে জোর দিতে হবে। সেই দিকে তাকিয়ে এক পর্তুগিজ কোচের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে রাজস্থান এফসি। সূত্রের খবর, সেই পর্তুগিজ কোচের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। 

Advertisement

[আরও পড়ুন: ‘কার আইডিয়া? চাহালের নাকি?’ রোহিতের বিশ্বকাপ সেলিব্রেশনের ভঙ্গি নিয়ে প্রশ্ন মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement