Advertisement
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

ইউটিউবে রোনাল্ডোর সাতকাহন, কোন সাত কারণে সিআর সেভেনের চ্যানেলে বুঁদ ভক্তরা?

দ্রুততম হিসাবে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে রোনাল্ডোর চ্যানেলে।

Seven reasons to watch youtube channel of Cristiano Ronaldo
Published by: Anwesha Adhikary
  • Posted:August 28, 2024 7:18 pm
  • Updated:August 28, 2024 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি নিজের ইউটিউব খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তার পরই গড়ে ফেলেছেন নতুন রেকর্ড! দ্রুততম হিসাবে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে রোনাল্ডোর চ্যানেলে। মাত্র এক সপ্তাহে সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে ৪৬ মিলিয়ন। কিন্তু কেন রোনাল্ডোর চ্যানেলে ভিড় জমাচ্ছেন নেটিজেনরা? কেন হুহু করে বাড়ছে ‘UR Cristiano’র সাবস্ক্রাইবার? উঠে আসছে মূলত সাতটি কারণ। অনুমান করা যাচ্ছে, আগামী দিনে এই সাতটি বিষয় নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করতে পারেন রোনাল্ডো।

প্রথমেই উঠে আসছে সিআর সেভেনের পারিবারিক জীবনের ভিডিও দেখার সম্ভাবনা। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন বলে নিজের প্রথম ভিডিওতে ইঙ্গিত দিয়েছিলেন আল নাসের তারকা। পাঁচ সন্তান এবং বান্ধবীকে নিয়ে রোনাল্ডো এখন ‘ফ্যামিলি ম্যান’। তাঁদের রোজনামচা দেখতে আগ্রহী নেটিজেনরা। তাছাড়াও আগামী দিনে রোনাল্ডো কোনও ব্র্যান্ড আনতে পারেন। বা কোনও বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন। সোশাল মিডিয়ার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে এই ব্র্যান্ডগুলো নিয়ে বিস্তারিত ভিডিও প্রকাশ করতে পারেন সিআর সেভেন।

Advertisement

[আরও পড়ুন: আজ শুরু প্যারা অলিম্পিক, রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে প্যারিসে ভারত

রোনাল্ডো ভক্তদের অন্যতম আকর্ষণ হল তাঁর ফিটনেস। জিমে কীভাবে কসরত করেন পর্তুগিজ মহাতারকা, নিজের অর্ধেক বয়সি ফুটবলারদের সঙ্গে পাল্লা দিয়ে দাপট দেখান ফুটবল মাঠে- সেই প্রশ্নের উত্তর খোঁজেন সকলেই। নতুন ইউটিউব চ্যানেলে রোনাল্ডোর ফিটনেস সংক্রান্ত বহু ভিডিও দেখা যেতে পারে বলে আশা করছেন নেটিজেনরা। এছাড়াও নেটদুনিয়ায় প্রতিদিন উদ্ভব হয় নিত্যনতুন ট্রেন্ডের। নিজের ইউটিউব চ্যানেলে সেসব ট্রেন্ড অনুযায়ী ভিডিও বানাতে পারেন সি আর সেভেন। সেগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন রোনাল্ডো ভক্তরা।

এছাড়াও বিখ্যাত ‘সিউ’ সেলিব্রেশন, একাধিক গোলের মুহূর্ত নিয়ে বিশেষ ভিডিও দেখা যেতে পারে রোনাল্ডোর চ্যানেলে। তবে ভক্তদের কাছে সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হল রোনাল্ডোর প্রথম ভিডিওর একটি ঘোষণা। সি আর সেভেনের কথায় ইঙ্গিত মিলেছিল যে আগামী দিনে বিশেষ অতিথিদের সঙ্গে কথোপকথন করতেও দেখা যেতে পারে ৩৯ বছর বয়সি তারকাকে। সেখানে কি হাজির থাকবেন লিওনেল মেসিও? এই প্রশ্নের উত্তর খুঁজতেও রোনাল্ডোর ইউটিউব চ্যানেলে বুঁদ ভক্তরা।

[আরও পড়ুন: লখনউয়ের মেন্টর জাহির খান, ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement