Advertisement
Advertisement

Breaking News

SC East Bengal

চেন্নাইয়িন ম্যাচের কথা বলে ফুটবলারদের তাতাচ্ছেন মারিও, আজ ভাল ফলের আশায় লাল-হলুদ

ওড়িশা এফসি নামটি শুনলেই এখন ভীতির সঞ্চার হয় লাল-হলুদে।

SC East Bengal takes on Odisha FC in ISL 2022 | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 7, 2022 1:59 pm
  • Updated:February 7, 2022 3:21 pm  

স্টাফ রিপোর্টার: মরশুমের আর শেষ কয়েকটা ম্যাচের জন্য সহকারী কোচ সেভাবে সত্যিই দরকার ছিল না এসসি ইস্টবেঙ্গলে (SC East Bengal)। কিন্তু নিয়মের জাঁতাকল বড় সমস্যা। মারিও রিভেরার (Mario Rivera)সহকারী হিসেবে কাজ করবেন না জানিয়ে দিয়ে রেনেডি সিং হোটেল ছাড়ার পর দলের সহকারী কোচের জায়গাটা এতদিন শূন্যই ছিল।

তবে আইএসএলের (ISL) নিয়মের ফাঁকে পড়ে এখন সহকারী কোচের জায়গা পূরণ করতে হবে। সেই জায়গা পূরণ করার জন্যই একদা কেরালা ব্লাস্টার্সে খেলে যাওয়া স্প্যানিশ ফুটবলার, ভিক্টর পুলগাকে মারিও রিভেরার সহকারী হিসেবে সই করাল এসসি ইস্টবেঙ্গল।

Advertisement

[আরও পড়ুন: IND v WI: জয় দিয়েই ফুলটাইম নেতৃত্বের সফর শুরু, প্রথম ম্যাচে রোহিতকে মার্কশিট দিলেন গাভাসকর]

এমনিতে ওড়িশা এফসি (Odisha FC) নামটি শুনলেই এখন ভীতির সঞ্চার হয় লাল-হলুদে। শেষ ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে যেভাবে পিছিয়ে থেকে এসসি ইস্টবেঙ্গল ফুটবলাররা ম্যাচে ফিরে এসেছেন, তাতে ওড়িশার বিরুদ্ধেও ভাল কিছু ফল দেখার আশায় মুখিয়ে আছেন লাল-হলুদ সমর্থকরা। এবারের মরশুম ভাল যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের। এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচই জিতেছে লাল-হলুদ শিবির। সেটা এফসি গোয়ার বিরুদ্ধে। চেন্নাইয়িনের বিরুদ্ধে পিছিয়ে থেকে দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে এসেছিল এসসি ইস্টবেঙ্গল। 

সেই চেন্নাইয়িন ম্যাচের উদাহরণ তুলে কোচ মারিও রিভেরা বলেন, “চেন্নাইয়ের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধটা এখনও পর্যন্ত লিগে আমাদের সেরা পারফরম্যান্স। একই সঙ্গে দ্বিতীয় লেগে কলকাতা ডার্বির প্রথম অর্ধটাকে সেরা পারফরম্যান্সের তালিকায় রাখব।” চেন্নাইয়িনের বিরুদ্ধে পিছিয়ে থাকার সময় বিরতিতে ফুটবলারদের উজ্জীবিত করেছিলেন মারিও। প্রশ্ন করা হয়েছে মারিওকে তিনি কি পেপ টক দিয়েছিলেন? ওড়িশার বিরুদ্ধে ম্যাচের আগে মারিও বললেন, “সাহসের সঙ্গে খেলতে। চাপ নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে বারণ করি।” ফলে ওড়িশার বিরুদ্ধে চেন্নাইয়িন ম‌্যাচের ঝলক তুলে ধরতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। 

[আরও পড়ুন: ইস্টবেঙ্গলের ফুটবল দল গড়তে এগিয়ে এসেছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement