দুলাল দে: আইএসএলে খেলার ছাড়পত্র পাওয়ার পর থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে লাল-হলুদ শিবির। হাতে সময় অল্প। তাই যত দ্রুত সম্ভব, দল তৈরি করছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। দেশি ফুটবলারদের অনেককেই ইতিমধ্যেই সইসাবুদ করিয়ে ফেলেছে ক্লাব। এবার পালা বিদেশিদের। আর সেই লক্ষ্যেই এবার স্লোভানিয়ার মিডফিল্ডারকে দলে নিল লাল-হলুদ শিবির।
শনিবার সকালে ক্লাবের তরফে টুইট করে জানানো হয়, বিদেশি মিডফিল্ডার হিসেবে লাল-হলুদে সই করলেন স্লোভানিয়ার আমির ডার্ভিসেভিচ (Amir Dervisevic)। আসন্ন মরশুমের জন্য প্রথম বিদেশি তারকাকে সই করানো হল। ২৯ ববছরের মিডিও এর আগে স্লোভানিয়ার ক্লাবে খেলেছেন। জাতীয় দলের জার্সি গায়ে খেলারও অভিজ্ঞতা করেছে তাঁর। এহেন মিডফিল্ডার দলের মাঝমাঠের স্তম্ভ হয়ে উঠবেন বলেই আশা এসসি ইস্টবেঙ্গলের।
ইতিমধ্যেই ভারতীয় ক্লাব ফুটবলের খোঁজখবর নিয়ে ফেলেছেন স্লোভানিয়ার তারকা মিডিও। শুনেছেন ডার্বি নিয়ে উত্তেজনার কথাও। তিনি বলেন, “এখানকার ডার্বির বিষয়ে সব শুনেছি। আর শোনার পর থেকেই এমন হাইভোল্টেজ ম্যাচে খেলার জন্য মুখিয়ে আছি। স্লোভানিয়াতেও বড় ম্যাচের অংশীদার ছিলাম। তাই সমর্থকদের আবেগটা ভালই অনুভব করতে পারি।”
Amir Dervišević knows a thing or two about derbies.
🗣️I have heard about the derby in this part of the world. It is one that I am looking forward to. I have been part of the biggest derby in Slovenia. I know the sentiment and what it means to the fans.#AmirIsOurs #WeAreSCEB pic.twitter.com/zD9MKUgwf8
— SC East Bengal (@sc_eastbengal) September 11, 2021
লিগের (ISL 2021-22) নিয়ম অনুযায়ী মোট ৬জন বিদেশিকে সই করাবে ক্লাব। সেক্ষেত্রে শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে দলে নিতে পারে এসসি ইস্টবেঙ্গল। পছন্দের তালিকায় নাকি রয়েছে স্প্যানিশ ফুটবলারও। যদিও দলের নতুন কোচ ‘মানোলো’ দিয়াজ এখনও এ নিয়ে কিছু জানাননি। তবে শোনা যাচ্ছে, আগামী সাতদিনের মধ্যেই ছ’জনকে সই করিয়ে ফেলা হবে। কারণ অক্টোবরেই গোয়ায় প্রি-সিজন শুরু হবে। তার আগেই ঘর গুছিয়ে নিতে চলছে ক্লাব। সই করে ফেলা আমিরও দেশে আসার জন্য ভিসার অ্যাপলাই করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.