Advertisement
Advertisement
East Bengal

আসন্ন আইএসএলের জন্য ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসেবে সই বার্মিংহামে খেলা এই তারকার

এদিন নারায়ন দাসের দলে অন্তর্ভুক্তির কথাও জানায় ক্লাব।

SC East Bengal signs Jacques Maghoma for ISL | Sangbad Pratidin‌‌
Published by: Abhisek Rakshit
  • Posted:October 19, 2020 10:10 pm
  • Updated:November 13, 2020 2:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ অন্যান্যদের দল গঠন শেষ। গোয়া পৌঁছে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে কয়েকটি দল ইতিমধ্যে বল পায়ে অনুশীলনেও নেমে পড়েছে। সেদিক থেকে ইস্টবেঙ্গল (SC East Bengal) অনেকটাই পিছিয়ে ছিল। ইনভেস্টর পাওয়া থেকে ISL-এ যোগদান। এর মাঝে একাধিক সমস্যা সমাধান করে তবেই দেশের এক নম্বর লিগে লাল–হলুদ। তবে শেষমূহূর্তে নেমেও দল কিন্তু প্রায় গুছিয়েই ফেলেছেন লাল–হলুদ কর্তারা।

সোমবার নারায়ন দাস এবং ষষ্ঠ বিদেশির নামও ঘোষণা করা হল ক্লাবের তরফ থেকে। তিনি হলেন, ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) দল বার্মিংহামের খেলোয়াড় জ্যাকাস মাঘোমা (Jacques Maghoma )। ক্লাবের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতেই এই ঘোষণা করা হয়।

Advertisement

[আরও পড়ুন: অপরাজিত থেকেই দ্বিতীয় ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং]

৩২ বছর বয়সি কঙ্গোর এই মিডফিল্ডার লেফট উইংয়ে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। টটেনহ্যাম হটস্পারের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করেছিলে মাঘোমা। ইয়ুথ কেরিয়ার শেষ করার পর টটেনহ্যামের সিনিয়র দলে ডাক পান। এরপর শেফিল্ড আর বার্মিংহাম সিটির হয়ে খেলেন মাঘোমা। শেষ ৫ বছর বার্মিংহামেই খেলতেন তিনি। খেলেছেন মোট ১৬৮টি ম্যাচ। ২০১৭–১৮ মরশুমে বার্মিংহামের বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন কঙ্গোর (Congo) জাতীয় দলের এই খেলোয়াড়টি। সেখান থেকেই এবার খেলতে আসছেন ইস্টবেঙ্গলে। মাঘোমাকে দলে নেওয়ায় রবি ফাউলারের দল অনেকটাই শক্তিশালী হল। এই প্রসঙ্গে মাঘোমা বলেন, ‘‌‘‌গোয়ায় দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি। ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগ সম্পর্কে আমি সচেতন। তাঁদের জন্য নিজের সেরাটা দিতে আমি প্রস্তুত।’‌’

[আরও পড়ুন: অসুস্থ রোহিত শর্মা!‌ অধিনায়কের জায়গায় সাংবাদিক সম্মেলনে এসে জানালেন পোলার্ড]

এদিকে, এদিনই ভারতীয় খেলোয়াড় নারায়ন দাসের অন্তর্ভুক্তির কথাও জানানো হয় ক্লাবের তরফ থেকে। এখনও পর্যন্ত সাত বিদেশির মধ্যে ছ’‌জনকেই সই করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। খুব শীঘ্রই সপ্তম বিদেশিরও সই হয়ে যাবে বলে খবর। দলের সঙ্গে দ্রুত বাকি বিদেশিরাও যোগ দেবেন বলে জানা গিয়েছে। ‌

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Ghorer chhele ghore phirlo! @narayandas21 is coming home! #SCEastBengal #ChhilamAchiThakbo #WeAreSCEB #JoySCEastBengal #JoyEastBengal #HeroISL #KhelaHobe

A post shared by Sporting Club East Bengal (@sceastbengalofficial) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement