নর্থইস্ট ইউনাইটেড: ২ (সুহের, প্যাট্রিক)
এসসি ইস্টবেঙ্গল: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য ছিল তিন পয়েন্ট। কিন্তু এমন বিশ্রী রক্ষণ নিয়ে যে লক্ষ্যপূরণ করা মুশকিলই নয়, অসম্ভব, তা আর বলার অপেক্ষা রাখে না। শুক্রসন্ধ্যায় তাই নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারই মানতে হল এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal)। ফলে এই ম্যাচের পরও ‘লাস্ট বয়’ তকমা ঘোচাতে পারল না দিয়াজের দল।
এদিন লিগ তালিকার ১১ নম্বরে থাকা লাল-হলুদের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল নর্থইস্ট। একাধিকবার রাজু গায়কোয়াড়দের ডেরায় হানা দেয় প্রতিপক্ষ। কিন্তু প্রথমার্ধে কোনওক্রমে গোল হজম আটকে দেয় এসসি ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধে আর খালিদ জামিলের স্ট্রাইকারদের আক্রমণ ঠেকাতে পারল না লাল-হলুদ ডিফেন্স। ডানদিক থেকে গোলের পথ খুলে দেন মাপুইয়া। তাঁর বাড়ানো বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্স চিড়ে এগিয়ে যান ভিপি সুহের। আমির, রাজুকে টপকে বারে লেগে বল জড়িয়ে যায় জালে। আট মিনিট পর ব্যবধান বাড়িয়ে দিয়াজের দলকে আরও চাপে ফেলে দেয় নর্থইস্ট। ফ্রি-কিককে কাজে লাগিয়ে হেডে গোল করেন তিনি। আর সেই সঙ্গেই নিশ্চিত হয়ে যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের দলের জয়।
.@pflottmann doubles the lead for @NEUtdFC! ⚽⚽#NEUSCEB #HeroISL #LetsFootball https://t.co/Ld8ldZ8EEU pic.twitter.com/WTLLfQuLat
— Indian Super League (@IndSuperLeague) December 17, 2021
এরপরও গোলের সুযোগ পেয়েছিলেন নর্থইস্টের ফুটবলাররা। তার মধ্যে প্রায় নিশ্চিত একটি গোল সেভ করেন অরিন্দম। চোট সারিয়ে দলে ফেরা অরিন্দম যে নতুন উদ্যোমে তেকাঠির নিচে দাঁড়িয়ে আরও বেশি দায়িত্ব পালন করবেন, তেমনটাই ভাবা হয়েছিল। কিন্তু বাস্তবে সে ছবি দেখা গেল না। আর গোদের উপর বিষফোঁড়ার মতো শেষ মুহূর্তে লাল কার্ড দেখে বসলেন পেরোসেভিচ।
চলতি আইএসএলে (ISL 2021) যেখানে এখনও পর্যন্ত গোলের মুখই দেখেননি দিয়াজরা, সেখানে এমন ছন্নছাড়া খেলা দলের মনোভাব আরও ভেঙে দিল বইকী। এখন যেন ম্যাচ থাকলেই আতঙ্ক গ্রাস করে সমর্থক থেকে ফুটবলার- সকলকে। হারের আগে দিয়াজের বারবার হার মেনে নেওয়ার মন্তব্যও সে ইঙ্গিতই দেয়। এবার হয়তো মানে মানে টুর্নামেন্টটা শেষ হলে হাঁফ ছেড়ে বাঁচবেন লাল-হলুদ কোচ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.