Advertisement
Advertisement

Breaking News

আজ সম্মানরক্ষার লড়াই এসসি ইস্টবেঙ্গলের, মুম্বইয়ের বিরুদ্ধে জেতার কথা বলছেন লাল-হলুদ কোচ

মুম্বই সিটি শেষ চারে পৌঁছবে কি না, তা নির্ভর করছে আজকের ম্যাচের ফলাফলের উপরে।

SC East Bengal lock horns with Mumbai City in ISL | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 22, 2022 8:33 am
  • Updated:February 22, 2022 8:37 am  

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার মুম্বই সিটি এফসি আর এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ম্যাচ ঘিরে যাবতীয় উত্তেজনা কিন্তু মুম্বই শিবিরে। গতবারের চ্যাম্পিয়নরা এবারের আইএসএলে শেষ চারে পৌঁছতে পারবে কি না, তা নিশ্চিত করার জন্য মঙ্গলবারের ম্যাচটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ মুম্বই সিটি এফসির (Mumbai City FC) জন্য। এই মুহূর্তে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে বসে আছে মুম্বই। সেখানে ১৭ ম্যাচে খেলে মাত্র ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষতম স্থানে লাল—হলুদ। ফলে একটা জয় বা হারে এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে যেখানে জড়িত শুধুই সম্মানের লড়াই, সেখানে মঙ্গলবার একটা হার বা জয়ে মুম্বই সিটি এফসি এবারের আইএসএলে শেষ চারে পৌঁছবে কি না, তা কিন্তু অনেকটাই নির্ভর করছে।

এসসি ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা (Mario Rivera) অবশ্য পুরো ব্যাপারটা দেখতে চাইছেন কিছুটা ভিন্ন দৃষ্টিতে। বললেন, “লাল—হলুদের বিশাল ইতিহাসের কথা ভেবেই ম্যাচটা আমাদের জেতা উচিত। কারণ, লাল—হলুদ কখনওই ম্যাচ ড্র করার জন্য মাঠে নামতে পারে না। ফলে মুম্বইয়ের মতো আমরাও ম্যাচটা জেতার জন্য শুরু থেকেই ঝাঁপাব।”

Advertisement

[আরও পড়ুন: Wriddhiman Saha: ‘ঋদ্ধিমানের টিম থেকে বাদ পড়া খুবই দুঃখের’, সৌরভকে চিঠি অশোক ভট্টাচার্যের]

এরকম পরস্থিতিতে যে দলের জেতাটা সবচেয়ে বেশি দরকার, ম্যাচের আগে জেতার চাপটা মূলত তাদের উপরেই এসে পড়ে। যেটা মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুম্বই সিটি এফসির হতে পারে। লাল—হলুদ কোচ মারিও রিভেরা বললেন, “বলছি না, আমাদের জেতার কোনও তাগিদ নেই। তবে আমাদের থেকেও ওদের জেতার তাগিদটা বেশি। তাই ম্যাচের যাবতীয় চাপটা ওদের উপরেই থাকবে। আমরা খোলা মনে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করব। ওরা যেহেতু চাপ নিয়ে খেলতে নামবে, আমাদের বিরুদ্ধে ম্যাচটা মুম্বইয়ের জন্য খুব একটা সুবিধের হবে না।”

শেষ চারে যাওয়ার জন্য মুম্বইয়ের উপর জেতার চাপ থাকবে বলেও মারিও বললেন, জানি ওদের উপর চাপ তাকবে। কিন্তু একই সঙ্গে মুম্বইয়ের বেশ কিছু ফুটবলার রয়েছে, যাঁরা যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই চাপের জন্য আমাদের বিরুদ্ধে যেমন ওদের ম্যাচটা খুব একটা সহজ হবে না, সেরকম ওদের বেশ কিছু ভাল ফুটবলার থাকার জন্য আমাদের জন্যও মুম্বই ম্যাচটা বেশ কঠিন হবে।”

লিগ টেবিলের শেষতম স্থানে থেকেও মুম্বই ম্যাচটা জেতার কথা বলার পিছনে এসসি ইস্টবেঙ্গলের কোচের ব্যাখ্যা হল, “এবারের আইএসএলের যা অবস্থা, তাতে লিগ টেবিলের প্রথম দিকের দলের সঙ্গে পরের দিকের দলগুলির খুব একটা পার্থক্য নেই। যে কোনও দিন, যে কোনও দল ম্যাচ জিতে পারে। আমরাও সেদিকেই তাকিয়ে আছি। জানি, জেতার কথা ভেবে নামতে গেলে, ম্যাচে আমাদের কিছু ঝুঁকি নিতে হবে। আর সেই ঝুঁকি আমরা নেওয়ার জন্য তৈরি আছি।”

এদিন হীরা মণ্ডলের প্রশংসা করে মারিও বলেন, খুব শীঘ্রই হীরার জাতীয় দলে সুযোগ পাওয়া উচিৎ।

আজ আইএসএলে– এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি
গোয়া, সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস

[আরও পড়ুন: Wriddhiman Saha: ঋদ্ধিমানকে হুমকির খবরে বিস্মিত! সৌরভের হস্তক্ষেপের দাবি তুললেন শাস্ত্রী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement