Advertisement
Advertisement
SC East Bengal

ইস্টবেঙ্গলের সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ শ্রী সিমেন্টের, কে হচ্ছে নয়া ইনভেস্টর?

ফিরিয়ে দেওয়া হল স্পোর্টিং রাইটস।

SC East Bengal and investor Shree Cement parted away | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 12, 2022 6:41 pm
  • Updated:April 12, 2022 7:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জল্পনায় ইতি। ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ ঘটল ইস্টবেঙ্গলের। সব ঠিকঠাক থাকলে হয়তো বাংলাদেশের সংস্থাকে নয়া ইনভেস্টর হিসেবে পেতে চলেছে লাল-হলুদ। বাংলাদেশের সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গল কর্তাদের। 

দীর্ঘদিন ধরেই স্পোর্টিং রাইটস নিয়ে ইস্টবেঙ্গল (East Bengal) এবং শ্রী সিমেন্টের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। এই সংস্থার হাত ধরেই আইএসএলে অভিষেক ঘটেছিল লাল-হলুদের। তবে শুধু ইনভেস্টর নয়, ক্লাবের পুরো দায়িত্ব পেতে চেয়েছিল শ্রী সিমেন্ট। এমন চুক্তি করা নিয়ে একাধিকবার দু’ পক্ষের মধ্যে আলোচনাও হয়েছিল। তবে ইস্টবেঙ্গল কর্তারা এই প্রস্তাবে কোনওদিনই রাজি হয়নি। গত বছর আইএসএল শুরুর সময়ও মাথাচাড়া দিয়ে ওঠে সমস্যা। ইনভেস্টর হিসেবে শ্রী সিমেন্ট (Shree Cement) আর থাকতে চায় না বলে জানিয়ে দিয়েছিল। এমন টালমাটাল পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের আইএসএলে (ISL 2021-22) খেলা নিয়েই তৈরি হয় ধোঁয়াশা। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।

Advertisement

[আরও পড়ুন: দেশের আগে আইপিএল! জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা]

তবে ক্লাব ও ইনভেস্টরের মধ্যে ২ বছরের টার্ম শিট তৈরি হয়েছিল। যার মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরই। ফলে মেয়াদ শেষে এমনিতেই স্পোর্টিং রাইটস ক্লাবকে ফিরিয়ে দিতে হত ইনভেস্টরদের। তাছাড়া শ্রী সিমেন্টের তরফে জানানো হয়েছিল, ক্লাবের খেলতে সমস্যা হয়, এমনটা তারা চায় না। তাই চুক্তি অনুযায়ী সমস্ত পদক্ষেপ করা হবে। কার্যত সেই মতোই ঘটল বিচ্ছেদ। মঙ্গলবার ক্লাবের তরফ থেকে এ খবর নিশ্চিত করে জানানো হয়েছে যে স্পোর্টিং রাইট ফেরানো হচ্ছে তাদের। বুধবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করা হবে।  

এবার প্রশ্ন, কে হবে পরবর্তী ইনভেস্টর? ইতিমধ্যেই বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে কথা হয়েছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের। শোনা গিয়েছিল, লাল-হলুদের সঙ্গে যুক্ত হতে ওই সংস্থাও আগ্রহ দেখায়। আর কয়েক দিনের মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ইস্টবেঙ্গলের সঙ্গে কোন সংস্থা যুক্ত হতে চলেছে, তার উত্তর দেবে সময়।  

[আরও পড়ুন: আইপিএল ফাইনাল পেতে চলেছে এই শহর, কলকাতায় প্লে-অফ আয়োজন নিয়ে ধোঁয়াশা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement