Advertisement
Advertisement

Breaking News

Santosh Trophy

সংবর্ধনা দেওয়ার চাহিদা তুঙ্গে, রবি-নরহরিদের ক্লাবেও থাকতে চলেছে সন্তোষ ট্রফি

আইএফএ মনে করছে এই সন্তোষ ট্রফির জয়ের পিছনে সেই ক্লাবগুলোর অবদান কোনও অংশে কম নয়।

Santosh Trophy will be kept in clubs who allowed footballers to play
Published by: Anwesha Adhikary
  • Posted:January 5, 2025 1:01 pm
  • Updated:January 5, 2025 1:01 pm  

দুলাল দে: সন্তোষ ট্রফি হায়দরাবাদ থেকে কলকাতা হয়তো নিয়ে এসেছেন সঞ্জয় সেনের সঙ্গে আরও ২২ জন ফুটবলার। আইএফএ কিন্তু মনে করছে এবারের সন্তোষ জয়ের পিছনে অবদান শুধু ২২ জন ফুটবলার, কোচিং স্টাফ কিংবা আইএফএ-র নয়। সঙ্গে ক্লাবগুলোরও। সেই ক্লাবগুলো, যাদের ফুটবলাররা সন্তোষজয়ী বাংলা দলে ছিলেন। আইএফএ মনে করছে এই সন্তোষ ট্রফির জয়ের পিছনে সেই ক্লাবগুলোর অবদান কোনও অংশে কম নয়। কারণ প্রতি বছর সন্তোষের জন্য বাংলা দল গঠন করতে গিয়ে বিভিন্ন ক্লাবের ফুটবলার পাওয়া নিয়ে নানা সমস্যা দেখা দেয়। যে কারণে আইএফএ মনে করছে, ক্লাবরা যদি এবার ফুটবলার ছাড়া নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে না দিত তাহলে সন্তোষ চ্যাম্পিয়ন হওয়া খুব একটা সহজ হত না।

তাই ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের নতুন ভাবনা এনেছে আইএফএ। ঠিক হয়েছে, যে ক্লাবরা এবারের সন্তোষ ট্রফিতে ফুটবলার ছেড়েছে, সেই ক্লাবগুলিতে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েক দিনের জন্য সন্তোষ ট্রফি রেখে দেওয়া হবে। তারপর আইএফএ অফিসে থাকবে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল, মহামেডান, ডায়মন্ডহারবার, ভবানীপুর, ইউনাইটেড স্পোর্টস, কাস্টমস, সুরুচি-সহ আরও যে ক্লাবগুলোর ফুটবলার এবার সন্তোষ ট্রফির মূল দলে ছিলেন, সেই ক্লাবগুলোকে ইতিমধ্যেই আইএফএ-র তরফে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, সন্তোষ ট্রফি কয়েকদিন করে রাখা হবে তাদের ক্লাবে।

Advertisement

সন্তোষ জয়ের পিছনে ক্লাবগুলোর ভূমিকা যে আইএফএ স্বীকার করেছে, তা জেনে ক্লাবগুলিও খুশি। ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার আইএফএ-র চিঠি পেয়ে বললেন, “কৃতজ্ঞতার ব্যাপার নয়। সন্তোষ ট্রফিতে বাংলার জন্য ফুটবলার ছাড়া ক্লাবগুলির দায়িত্বের মধ্যে পড়ে। আইএসএল আর আই লিগে খেলা ফুটবলাররা সন্তোষ ট্রফিতে খেলতে পারে না, এটা ফেডারেশনের অদ্ভুত নিয়ম। সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে প্রচারের আলোয় আসা সব থেকে বড় সুযোগ। এখান থেকেই ফুটবলারদের ভবিষ্যৎ নিশ্চিত হয়। একটা সময় দেশের বড় বড় ফুটবলাররা সন্তোষ ট্রফির দলে জায়গা না পেলে হতাশায় ভেঙে পড়ত। এখন নিয়মের গ্যাঁড়াকলে খেলাই সম্ভব হয় না।”

চ্যাম্পিয়ন হওয়ার জন্য চারিদিকে সংবর্ধনা চলছে সন্তোষজয়ী বাংলা দলের। রাজ্যের পুরমন্ত্রী, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের ক্লাব চেতলা অগ্রণীর সংবর্ধনায় সন্তোষ জয়ী বাংলা কোচ, ফুটবলারদের রাসবিহারী থেকে ঘোড়ায় টানা গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তারপর সংবর্ধনা দেওয়া হয় ক্লাব চত্বরে। এই মুহূর্তে সন্তোষজয়ী বাংলার ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার চাহিদা তুঙ্গে। এদিনই আইএফএ-কে চিঠি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব জানিয়ে দিল সন্তোষ ট্রফি বাংলা দলকে ক্লাবে এনে সংবর্ধনা দিতে চায়। সম্ভবত ১৭ জানুযারি ক্লাব চত্বরে সন্তোষ ট্রফি বাংলা দলকে সংবর্ধনা দেবে লাল-হলুদ।

একই সঙ্গে বাংলার চ্যাম্পিয়ন জার্সিরও চাহিদা রয়েছে। ক্লাবগুলি সমর্থক বেষ্টিত হওয়ার জন্য চিরকাল দেখা গিয়েছে সমর্থকদের কাছে ক্লাবগুলোর জার্সি পাওয়ার একটা চাহিদা থাকে। যা আগে কখনও হয়নি তা এবার দেখা যাচ্ছে বাংলা দলের ক্ষেত্রে। হঠাৎ করেই বাংলা দলের জার্সি পাওয়ার জন্য চাহিদা তৈরি হয়েছে। কোচ সঞ্জয় সেনের কাছে ইতিমধ্যেই দশ জন বাংলার জার্সি চেয়েছেন। বাংলার কোচ ইতিমধ্যেই সেই জার্সির কথা আইএফএ-কে জানিয়েছেন। বহু ক্লাব কর্তারাও আইএফএতে বাংলা দলের জার্সি চেয়েছেন। বিভিন্ন ক্লাব থেকে বাংলা দলকে সংবর্ধনা দেওয়ার আমন্ত্রণ আসছে। আইএফএ ঠিক করেছে, কলকাতা লিগের বাকি দুটো ম্যাচ শেষ করে তারপরে কোনও পাঁচতারা হোটেলে সংবর্ধনা দিয়ে আর্থিকভাবে পুরস্কৃত করবে বাংলা দলকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement