Advertisement
Advertisement
Santosh Trophy

৬ বছর পর ফের ট্রফিজয়ের হাতছানি, সার্ভিসেসকে উড়িয়ে সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা

জোড়া গোল রবি হাঁসদার। বাকি দুটি গোল মনোতোষ মাজি, নরহরি শ্রেষ্ঠার।

Santosh Trophy: Bengal wins vs Services to enter Final
Published by: Arpan Das
  • Posted:December 29, 2024 5:09 pm
  • Updated:December 29, 2024 8:43 pm  

বাংলা: ৪ (রবি হাঁসদা ২, মনোতোষ মাজি, নরহরি শ্রেষ্ঠা)
সার্ভিসেস: ২ (বিকাশ থাপা, জুয়েল আহমেদ মজুমদার- আত্মঘাতী)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তোষ ট্রফিতে ছুটছে বাংলার অশ্বমেধের ঘোড়া। এদিন সার্ভিসেসকে উড়িয়ে সন্তোষের ফাইনালে চলে গেল সঞ্জয় সেনের ছেলেরা। সেমিফাইনালে ৪-২ গোলে জিতল বাংলা। জোড়া গোল রবি হাঁসদার। বাকি দুটি গোল মনোতোষ মাজি, নরহরি শ্রেষ্ঠার। ৬ বছর পর ফের ট্রফিজয়ের হাতছানি বাংলার সামনে।

Advertisement

শেষবার ২০১৬-১৭ মরশুমে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তারপর শুধুই অন্ধকার। মাঝে দুবার ফাইনালে উঠলেও আর ট্রফিজয় হয়নি ৩২ বার চ্যাম্পিয়ন বাংলার। এবার সঞ্জয় সেনের হাতে রীতিমতো অপ্রতিরোধ্য নরহরি, চাকু মান্ডিরা। গ্রুপ পর্বেও সার্ভিসেসকে ১-০ গোলে হারিয়েছিল বাংলা। তবে সেমিফাইনালে লড়াইটা যে কঠিন হবে আশা করা গিয়েছিল। সেখানে ৪-২ গোলে জয় পেল বাংলা।

এদিন হায়দরাবাদের বালাযোগী স্টেডিয়ামে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলা। ১৭ মিনিটে দূরপাল্লার শটে সার্ভিসেসের জালে বল জড়িয়ে দেন মনোতোষ মাজি। প্রথমার্ধের সংযুক্তি সময়ে ব্যবধান বাড়ান রবি হাঁসদা। একেবারে শেষ মুহূর্তে সার্ভিসেসের রক্ষণের ভুলে ৩-০ করেন নরহরি শ্রেষ্ঠা। কিন্তু দ্বিতীয়ার্ধে আচমকাই খেলা থেকে হারিয়ে যায় বাংলা। মাঝমাঠে অসংখ্য ভুল পাসও দেখা যায়। যার সুযোগ নিয়ে ৫৩ মিনিটে ব্যবধান কমায় সার্ভিসেস। ৭২ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বাংলা। ফলে চাপ আরও বাড়ে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৪-২ করেন রবি। ম্যাচের সেরাও হলেন তিনি। আর সেই পুরস্কারটি পেলেন সৈয়দ নইমুদ্দিনের মতো কিংবদন্তির হাত থেকে। ফাইনালে কেরল ও মণিপুরের মধ্যে জয়ী দলের মুখোমুখি হতে হবে সঞ্জয় সেনের ছেলেদের। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Indian Football Association (WB) (@ifa.wb)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement