Advertisement
Advertisement
Santosh Trophy 2023-24

Santosh Trophy 2023-24: চলে এল সন্তোষ ট্রফির সূচি, কাদের বিরুদ্ধে প্রাথমিক পর্বে নামবে রঞ্জন চৌধুরীর বাংলা?

সর্বাধিক ৩৩বার সন্তোষ জয়ের লক্ষ্যে বাংলা।

Santosh Trophy 2023-24: Here is the group of Bengal, schedule published। Sangbad Pratidin

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে সন্তোষ অভিযানে নামবে রঞ্জন চৌধুরীর বাংলা। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 28, 2023 4:48 pm
  • Updated:September 28, 2023 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বাধিক ৩২ বারের চ্যাম্পিয়ন। তবে গত মরশুম একেবারেই ভালো যায়নি। প্রাথমিক পর্বে বাংলা (Bengal) দল ভালো পারফর্ম করলেও, মূল রাউন্ডে বিশ্বজিত ভট্টাচার্যের (Biswjit Bhattacharya) দলের ছেলেরা প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবার রঞ্জন চৌধুরী (Ranjan Chowdhury) কি চাকা ঘোরাতে পারবেন? সেটা সময় বলবে। তবে এর আগে প্রকাশ্যে চলে এল ২০২৩-২৪ মরশুমের সন্তোষ ট্রফির (Santosh Trophy 2023-24) প্রাথমিক পর্বের সূচি। বাংলার গ্রুপে রয়েছে পাঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), ওড়িশা (Odisha), দিল্লি (Delhi), লাদাখ (Ladakh)।

বেশ কঠিন গ্রুপেই পড়তে হয়েছে বাংলাকে। ২০২৩-২৪ মরশুমের সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বের আসর বসবে পাঞ্জাবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (All India Football Federation) অর্থাৎ এআইএফএফ-এর (AIFF) তরফে এই গ্রুপবিন্যাস প্রকাশ্যে আনা হয়েছে। এআইএফএফ-এর তরফে জানানো হয়েছে ফাইনাল রাউন্ডের ম্যাচগুলোর চূড়ান্ত দিন পরে ঘোষণা করা হবে। ফুটবল হাউসের তরফে জানানো হয়েছে ৯ থেকে ১৮ অক্টোবরের প্রাথমিক পর্বের ম্যাচগুলো আয়োজিত হবে।

Advertisement

[আরও পড়ুন: শুক্রবারের মিনি ডার্বি জিতে চ্যাম্পিয়ন হতে মরিয়া মহামেডান, ইস্টবেঙ্গলের জিয়নকাঠি মোহনবাগানই]

ছটি গ্রুপে ভাগ করা হয়েছে সন্তোষ ট্রফির মূলপর্বের ম্যাচ। ছয়টি গ্রুপের প্রতিটি গ্রুপের প্রতিটি ম্যাচ আয়োজন করবে এক একটি রাজ্য ফুটবল আ্যাসোসিয়েশন। এক একটি গ্রুপের ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন,পঞ্জাব ফুটবল অ্যাসোসিয়েশন,সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (মহারাষ্ট্র), অসম ফুটবল অ্যাসোসিয়েশন। ফাইনাল রাউন্ডের আয়োজক যেহেতু অরুণাচল প্রদেশ ফলে গ্রুপের খেলা তাদেরকে খেলতে হবে না।

দেখে নেওয়া যাক বাংলার সন্তোষ ট্রফির সূচি:

তারিখ                       সময়                        ম্যাচ                                       ভেন্যু

০৯.১০.২০২৩     ৮:০০ এএম         বাংলা বনাম ওড়িশা               মেঘা সিং স্টেডিয়াম

১১.১০.২০২৩       ৮:০০ এএম        বাংলা বনাম দিল্লি                  মেঘা সিং স্টেডিয়াম

১৩.১০.২০২৩      ৪:০০ পিএম       বাংলা বনাম হরিয়ানা             মেঘা সিং স্টেডিয়াম

১৮.১০.২০২৩       টিবিডি                বাংলা বনাম লাদাখ                        টিবিডি

[আরও পড়ুন: জর্ডন থেকে জর্ডনের বিকল্প আনলেন ইস্টবেঙ্গল কোচ, ডার্বিতে নামতে মুখিয়ে নয়া বিদেশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement